মহারাষ্ট্রের নাগপুরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হল বৃহস্পতিবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দু’কিলোমিটার দূর পর্যন্ত ‘শকওয়েভ’ পৌঁছোয়। যার জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রা সাড়ে ১২টা নাগাদ নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এটি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সবচেয়ে বড় বেসরকারি কারখানা। বিস্ফোরণে উড়ে যায় কারখানার দোতলা একটি ভবন। আগুনের হলকা এতটাই উঁচুতে পৌঁছেছিল যে দেড় কিলোমিটার দূর থেকে তা দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ময়ূর গনভীর। তিনি কারখানার ল্যাবরেটরিতে কাজ করছিলেন। বিস্ফোরণের জেরে ল্যাবরেটরির ধাতব দরজা ছিটকে আসে তাঁর দিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
বিস্ফোরণের জেরে আহত হয়েছেন আরও ২৫ কর্মী। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালেও এই কারখানায় বিস্ফোরণ হয়েছিল। সেই সময় ন’জন কর্মীর মৃত্যু হয়েছিল। জানা গিয়েছে, কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে এই বিস্ফোরণ ঘটে। এক কর্মী বলেন, ‘‘হঠাৎ চার দিকে ধোঁয়ায় ঢেকে যায়। তার পর শ্বাসবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপারভাইজার আমাদের বললেন দ্রুত বেরিয়ে যেতে। তার পরই জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণে ভেঙে পড়া কারখানার চাঙর ছিটকে আসে ৬০০ মিটার দূর পর্যন্ত।’’ আরও এক কর্মী জানান, ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। তার পরই দেখেন, তাঁর সহকর্মীদের কয়েক জন মাটিতে ছিটকে পড়লেন। প্রাণপণে তখন সবাই কারখানার বাইরের দিকে ছুটছিলেন।