Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিশুমৃত্যু নিয়ে এ বার বিতর্কের মুখে রাঁচীর রিমস

পরিকাঠামোর অভাব সংক্রান্ত অভিযোগ নিয়ে রিমস কর্তৃপক্ষের বক্তব্য, কিছু ক্ষেত্রে আরও উন্নত পরিষেবা দরকার। সেই কাজ শুরু হয়েছে। কিন্তু এ দিন সন্ধেয় রিমসের সুপার এস কে চৌধুরীকে সরানোর নির্দেশ দেয় রাজ্য সরকার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রাঁচী শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১০:৩০
Share: Save:

শিশুমৃত্যু নিয়ে এ বার বিতর্কে ঝাড়খণ্ডের সব চেয়ে বড় সরকারি হাসপাতাল রাঁচীর রিমস। অভিযোগ, পরিকাঠামোর অভাবে ক’মাসে সেখানে কয়েকশো শিশু মারা গিয়েছে। রিমস কর্তৃপক্ষ জানান, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রিমসে চিকিৎসা করাতে আসা ৪ হাজার ৮৫৫ শিশুর মধ্যে মারা যায় ৬৬০ জন। হাসপাতালে নির্দেশক বি এল শেরওয়ালের দাবি, এত বড় হাসপাতালে এই পরিসংখ্যান অস্বাভাবিক নয়। পরিকাঠামোর অভাব সংক্রান্ত অভিযোগ নিয়ে রিমস কর্তৃপক্ষের বক্তব্য, কিছু ক্ষেত্রে আরও উন্নত পরিষেবা দরকার। সেই কাজ শুরু হয়েছে। কিন্তু এ দিন সন্ধেয় রিমসের সুপার এস কে চৌধুরীকে সরানোর নির্দেশ দেয় রাজ্য সরকার।

জামশেদপুর এমজিএম হাসপাতালে শিশুমৃত্যু নিয়ে পূর্ব সিংভূমের জেলাশাসককে এক সপ্তাহে রিপোর্ট দিতে বলেছে ‘স্টেট কমিশন ফর প্রোটেকশন অব চিলড্রেনস রাইট’।
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে আজ এক জেলা বিচারক হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE