Advertisement
E-Paper

বৌকে ভালবাসে যে, বেতন লুকোয় না সে

বিষয়টা খোরপোষ-সংক্রান্ত। নির্দিষ্ট মামলার সঙ্গে জড়িত। ‘‘এ ক্ষেত্রে তো মাইনে বলতেই হবে!’’— বলছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে এ ক্ষেত্রে আদালতের রায় জীবনের অন্য পরিসরে খাটে না, বলেই তাঁর অভিমত। মাইনেকড়ির খুঁটিনাটি খোঁজাখুঁজির মধ্যে কোথাও একটা সূক্ষ্মতার অভাব আছে বলে মনে করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ০৪:৫৫
Share
Save

বৌ কি গির্জার বিশপ নাকি? সব কথা বলতে হবে তাঁকে?

পাড়ার মোড়ে এমন বুকনি চললেও চলতে পারে। কিন্তু কোর্টের সামনে চলবে না। স্বামীর মাইনে জানার স্পষ্ট অধিকার স্ত্রীর রয়েছে, জানিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিচ্ছিন্ন স্ত্রী তাঁর বরাদ্দ খোরপোষ, স্বামীর মাইনের অনুপাতে যথেষ্ট নয় বলে আর্জি জানিয়েছিলেন। তাঁর স্বামী বিএসএনএল কর্মী। কেন্দ্রীয় তথ্য কমিশন খোরপোষের অঙ্ক নির্ণয় করতে মহিলাকে স্বামীর মাইনে জানাতে বললেও তাতে এত দিন সায় দেয়নি ভোপালের নিম্ন আদালত। এমনকি মধ্যপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চও মাইনে ব্যক্তিপরিসরের অধিকারের আওতায় পড়ে বলে মহিলার আর্জি খারিজ করেন। তবে অন্য কথা বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বলেছে, স্ত্রীর অবশ্যই স্বামীর মাইনে জানার অধিকার আছে। তাতেই গুঞ্জন, তবে কি ছেলেদের মাইনে নিয়েও টানাটানি শুরু হল?

বিষয়টা খোরপোষ-সংক্রান্ত। নির্দিষ্ট মামলার সঙ্গে জড়িত। ‘‘এ ক্ষেত্রে তো মাইনে বলতেই হবে!’’— বলছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে এ ক্ষেত্রে আদালতের রায় জীবনের অন্য পরিসরে খাটে না, বলেই তাঁর অভিমত। মাইনেকড়ির খুঁটিনাটি খোঁজাখুঁজির মধ্যে কোথাও একটা সূক্ষ্মতার অভাব আছে বলে মনে করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ‘‘নামজাদা সেলিব্রিটির বিবাহবিচ্ছেদ মানেই বিশাল অঙ্কের খেসারত!’’ বলছেন তিনি। অনেক মেয়েই খোরপোষের পরোয়া করেন না আজকাল। তবে বিবাহবিচ্ছেদের সময়টা অনেক ক্ষেত্রেই নিছকই হিসেবনিকেশের বলে তাঁর অভিমত।

আরও পড়ুন: স্বপন খুনে পাকড়াও গাজিপুর গ্যাংয়ের ৬

তবে মাইনে নিয়ে ঢাক ঢাক গুড় গুড়, এ কালে যে ক্রমশ অবান্তর হয়ে উঠছে তা মনে করিয়ে দিচ্ছেন গুণী মহিলারা অনেকেই। নাট্যকর্মী-অভিনেতা সোহিনী সেনগুপ্তের কথায়, ‘‘বর-বৌ দু’জনের মাইনে নিয়েই যদি স্বচ্ছতা না থাকল— তবে কিসের বিয়ে?’’ তিনি অবশ্য মানছেন, সব বিয়ে এক রকম নয়। কোন দম্পতি মাইনে বলাবলি নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটা তাঁদের বিষয়। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও মেয়েদের বয়স, ছেলেদের মাইনের গোপনীয়তা ক্লিশে প্রাগৈতিহাসিক বলে মনে করেন। নিজে দেখেছেন, তাঁর মা কী ভাবে বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব খুঁটিনাটি সামলাতেন। তাঁর কথায়, ‘‘সংসার চালাতে পারস্পরিক মাইনে জানার মধ্যেই তো বাস্তববুদ্ধি।’’ সিনেমার ছবি বিশ্বাস বা কমল মিত্তিরদের মতো জাঁদরেল গৃহকর্তাদের আমলের তুলনায় আজকের গেরস্থালি অনেক বেশি গণতান্ত্রিক হবে বলেই আশা করছেন বিশিষ্টদের একাংশ।

Alimony Madhyapradesh

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}