বিয়ের পর মাত্র সপ্তাহখানেকও কাটেনি। বরকে ‘দেখতে খারাপ’ বলে পছন্দ হয়নি স্ত্রীর। এবং সেই কারণেই নাকি বাটনা বাটার নোড়া দিয়ে স্বামীকে মেরে ফেললেন নতুন বউ। খুনের অভিযোগে বছর বাইশের এক যুবতীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। যদিও ওই যুবতীর দাবি, তিনি নন, এ কাজ করেছে অন্য কেউ। ঘটনা তামিলনাড়ুর কাড্ডালোরের। যুবতীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।
আরও পড়ুন
জাপানে পাড়ি দেবে স্বপ্নসন্ধানী শ্যামল
সংবাদমাধ্যমে ওই দম্পতির নাম গোপন রেখে পুলিশ জানিয়েছে, পেশায় স্থাপত্যশিল্পী মধ্য কুড়ির এক যুবকের সঙ্গে গত সপ্তাহেই বিয়ে হয়েছিল অভিযুক্ত যুবতীর। পুলিশের দাবি, বিয়ের পর থেকেই স্বামীকে অপচ্ছন্দ করতে শুরু করেন ওই যুবতী। ঘটনার দিন ওই যুবকের সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয় তাঁর। তর্কাতর্কির মধ্যেই স্বামীর দিকে একটা বাটনা বাটার নোড়া ছুড়ে মারেন তিনি।
পুলিশ জানিয়েছে, এর পর থানায় এসে ওই যুবতী দাবি করেন, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর খুনের অভিযোগে ওই যুবতীকেই গ্রেফতার করে পুলিশ।