পতঙ্গের আচরণ এবং খাদ্যাভ্যাসের মতো বিষয় নিয়েও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে এই রাজ্যে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে ওই বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি কোর্স পড়ানো হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে ওই কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।
কোন বিষয়ে ভর্তি নেওয়া হবে?
এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, এন্টোমোলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সয়েল সায়েন্স, ফ্রুট সায়েন্স, ভেজিটেবল সায়েন্স।
কারা আবেদন করবেন?
যাঁরা কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, ফরেস্ট্রি সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে, স্নাতকোত্তর স্তরে তাঁদের ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ২১ বছর কিংবা তার বেশি হতে হবে।
আরও পড়ুন:
একই ভাবে পিএইচডি কোর্সে ভর্তির জন্যেও উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৩ বছর কিংবা তার বেশি হওয়া প্রয়োজন।
কী ভাবে ভর্তি নেওয়া হবে?
প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনের শর্তাবলী:
অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে। ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এর পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম ২২ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে। প্রবেশিকা নেওয়া হবে ২৪ ডিসেম্বর। ক্লাস শুরু হবে ২ জানুয়ারি। আবেদনমূল্য ১,৫০০ টাকা।