হায়দরাবাদকে ‘ভাগ্যনগর’ বলে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকেই দক্ষিণের এই শহরের নাম বদল ঘিরে জোর চর্চা রাজনীতির অন্দরে। এই প্রেক্ষাপটে এ বার আমদাবাদের নাম বদল করার প্রস্তাব দিয়ে বিজেপি নেতৃত্বকে বিঁধলেন তেলঙ্গানার মন্ত্রী কেটি রাম রাও।
কেটিআর লিখেছেন, ‘প্রথমে আমদাবাদের নাম বদলে কেন অদানিবাদ রাখছেন না ?’’ উল্লেখ্য, মোদীর নিজের রাজ্য গুজরাত। সেই সঙ্গে অতীতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী অভিযোগ করেছিলেন, কয়েক জন শিল্পপতির স্বার্থের কথা ভেবে কাজ করে মোদী সরকার। ২০২১ সালে আমদাবাদে সর্দার পটেল স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই প্রসঙ্গে রাহুল টুইটারে মোদীর সঙ্গে অদানি গোষ্ঠীর আঁতাঁতের অভিযোগ করে বিঁধেছিলেন। এর আগে, ২০১৯ সালে রাহুল বলেছিলেন, ‘‘নরেন্দ্র মোদী অম্বানী ও অদানিদের লাউডস্পিকার। সারাদিন ওঁদের সম্পর্কেই কথা বলেন।’’ হায়দরাবাদের নাম বদল নিয়ে চর্চার আবহে রাহুলেরই সেই ‘অদানি-যোগের’ অভিযোগকে হাতিয়ার করে আমদাবাদের নাম বদলের প্রস্তাব দিলেন তেলঙ্গানার মন্ত্রী, এমনটাই মনে করা হয়।