Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Hyderabad

হায়দরাবাদে দোকানের মোমো খেয়ে মৃত্যু মহিলার! বিষক্রিয়ায় অসুস্থ আরও ২০

তদন্তে জানা গিয়েছে, মোমো তৈরিতে ব্যবহৃত ময়দা কোনও প্যাকিং ছাড়াই ফ্রিজে রাখা ছিল। সেই ফ্রিজের দরজাও ছিল ভাঙা! তবে ঠিক কী থেকে খাদ্যে বিষক্রিয়া ছড়াল, তা এখনও স্পষ্ট নয়।

— প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:২৪
Share: Save:

রাস্তার পাশের দোকান থেকে মোমো খেয়েছিলেন। সেই মোমো খাওয়াই কাল হল। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে প্রাণ গেল মহিলার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

বানজারা হিল্স থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাম বাবু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হায়দরাবাদের বানজারা হিল্‌স এলাকায় রাস্তার পাশের দোকান থেকে মোমো খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেশমা বেগম (৩৩)। খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে তাঁর, প্রাথমিক ভাবে এমনই মনে করছেন চিকিৎসকেরা। অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ২০ জন। অভিযোগ, তাঁরাও একই দোকান থেকে মোমো খেয়েছিলেন।

এই ঘটনায় মামলা দায়ের করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তদন্তে জানা গিয়েছে, খাদ্য সুরক্ষা দফতরের অনুমোদিত লাইসেন্স ছাড়াই ওই দোকানটি চালাচ্ছিলেন বিক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশেই চলছিল রান্না। স্থানীয়েরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে এই ভাবেই রমরমিয়ে চলছিল দোকান। তদন্তে আরও জানা যায়, মোমো তৈরিতে ব্যবহৃত ময়দা কোনও প্যাকিং ছাড়াই ফ্রিজে রাখা ছিল। সেই ফ্রিজের দরজাও ছিল ভাঙা! তবে ঠিক কী থেকে খাদ্যে বিষক্রিয়া ছড়াল, তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, এখনও তদন্ত চলছে। ওই দোকানের খাবারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত মোমো বিক্রেতাকে অবিলম্বে ব্যবসা বন্ধ করার নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে খাদ্য সুরক্ষা এবং গুণমান আইনের অধীনে একটি ফৌজদারি মামলাও দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্য বিষয়গুলি:

hyderabad Momo Food Poisoning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE