Advertisement
E-Paper

রক্তের সম্পর্ক দোষ নয়: হেডলির ভাই

মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি সম্পর্কে তাঁর সৎভাই। ব্যস এইটুকুই! এই রক্তের সম্পর্কের বাইরে তাঁদের মধ্যে আর কোনও যোগ নেই। তিনি পাকিস্তানের এক জন সৎ আমলা এবং সেটাই তাঁর একমাত্র পরিচয়! এক ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা জানালেন, ডেভিড হেডলির সৎভাই ডানিয়াল গিলানি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০৩:২৮
ডানিয়াল গিলানি।

ডানিয়াল গিলানি।

মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি সম্পর্কে তাঁর সৎভাই। ব্যস এইটুকুই! এই রক্তের সম্পর্কের বাইরে তাঁদের মধ্যে আর কোনও যোগ নেই। তিনি পাকিস্তানের এক জন সৎ আমলা এবং সেটাই তাঁর একমাত্র পরিচয়! এক ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা জানালেন, ডেভিড হেডলির সৎভাই ডানিয়াল গিলানি।

শুক্রবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে ভারতে আসেন গিলানি। তবে ভারতের মাটিতে তাঁর পা রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে, এক জন জঙ্গির সম্পর্কিত ভাইয়ের ভিসা কী ভাবে মঞ্জুর করল সরকার? প্রতিরক্ষা সংস্থাগুলিও বা তাঁর আবেদন মঞ্জুর করল কী ভাবে? এই প্রসঙ্গে গিলানি বলেছেন, ‘‘আমি এক জন সৎ পাকিস্তানি আমলা। ডেভিড হেডলি বা তার পরিবারের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।’’ তবুও প্রশ্ন উঠছে, বিতর্ক হতে পারে জেনেও পাকিস্তানের আইন এবং তথ্যমন্ত্রী সইদ আলি জ়াফারের সঙ্গে ভারতে আসার সিদ্ধান্ত তিনি নিলেন কেন? গিলানির উত্তর, ‘‘কারও সঙ্গে রক্তের সম্পর্ক থাকা তো দোষের মধ্যে পড়ে না। তা ছাড়া, আমি আমার দেশের সেবা করছি মাত্র।’’

পাক সরকার সূত্রে খবর, আট থেকে দশ বছর ‘ইনফর্মেশন সার্ভিস অফিসার’ পদে কর্মরত ছিলেন গিলানি। এ বছরই মার্চ মাসে তথ্যমন্ত্রীর ডিরেক্টর পদে নিয়োগ করা হয় তাঁকে। সেই সূত্রেই তথ্যমন্ত্রীর সহকারী ‘স্টাফ অফিসার’ হিসেবে ভারতে এসেছিলেন তিনি। যদিও বাজপেয়ীর অন্ত্যেষ্টির সময়ে বা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য বৈঠকের দেখা যায়নি তাঁকে।

David Headley Danyal Gilani Mumbai Terror Attack India Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy