Advertisement
E-Paper

পাকিস্তানি নই হায়দরাবাদি, বিরক্ত সানিয়া

মাত্র দু’দিন আগে তেলঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন নব্যগঠিত রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কিন্তু টেনিস-তারকা সানিয়া মির্জাকে কেন সেই পদে রাখা হবে, তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০৩:৪০
সানিয়াকে তেলঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার।—ফাইল চিত্র

সানিয়াকে তেলঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার।—ফাইল চিত্র

মাত্র দু’দিন আগে তেলঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁকে বেছে নিয়েছিলেন নব্যগঠিত রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কিন্তু টেনিস-তারকা সানিয়া মির্জাকে কেন সেই পদে রাখা হবে, তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সানিয়াকে আজ সরাসরি ‘বাইরের লোক’ এবং ‘পাকিস্তানের পুত্রবধূ’ বলে আক্রমণ করেন তেলঙ্গানার এক বিজেপি নেতা। যা নিয়ে শুরু হয় তুমুল হইচই। আপত্তি তোলেন টেনিস দুনিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। কে লক্ষ্মণ নামে ওই বিজেপির নেতার বিতর্কিত মন্তব্যে মুখ খুলেছেন সানিয়া নিজেও। সব মিলিয়ে কোণঠাসা বিজেপি তড়িঘড়ি ওই নেতার মন্তব্য থেকে নিজেদের দূরত্ব বোঝাতে বিবৃতি দিয়েছে সংবাদমাধ্যমে।

গত মঙ্গলবার সানিয়াকে ‘হায়দরাবাদ কন্যা’ আখ্যা দিয়ে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করে টিআরএস সরকার। সানিয়াকে সংবর্ধনা দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর হাতে তুলে দেন এক কোটি টাকার চেক। কিন্তু সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন কে লক্ষ্মণ। আজ হায়দরাবাদে তিনি বলেন, “সানিয়ার জন্ম তো মহারাষ্ট্রে। পরে উনি হায়দরাবাদে থাকতে আসেন। তাই ওঁকে মোটেই এখানকার মানুষ বলা যায় না।” পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী বলেও এর পরে সানিয়াকে আক্রমণ করেন লক্ষ্মণ। তাঁর মতে, “সানিয়া তো পাকিস্তানের পুত্রবধূ।” লক্ষ্মণের আরও অভিযোগ, সামনেই হায়দরাবাদে পুরভোট। তাই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই সানিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে টিআরএস সরকার। এই বিজেপি নেতার দাবি, সানিয়া পৃথক তেলঙ্গানার জন্য কখনও আন্দোলনেও অংশগ্রহণ করেননি। তিনি বাইরের লোক ছাড়া আর কী? সানিয়া তেলঙ্গানার উপযুক্ত মুখ নন মন্তব্য করেছে তেলঙ্গানার কংগ্রেসও।

এ সব শুনে তীব্র বিরক্ত বছর সাতাশের টেনিস তারকা। তিনি বলেন, “এক শতকেরও বেশি সময় ধরে আমার পরিবার হায়দরাবাদে রয়েছে। আমাকে কেউ কী ভাবে বাইরের লোক বলে? যিনি-ই এ সব বলে থাকুন, তাঁর তীব্র নিন্দা করছি।” পরে তিনি বিশদে বলেন, “মুম্বইয়ে আমার জন্ম হয়েছিল কারণ মাকে তখন ভাল হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়েছিল। মা অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। জন্মের তিন সপ্তাহ পরেই আমাকে হায়দরাবাদে নিয়ে আসা হয়।”

এ প্রসঙ্গে নিজের দাদুর কথাও বলেন সানিয়া। “আমার দাদু মহম্মদ জাফর মির্জা ১৯৪৮ সালে হায়দরাবাদের নিজাম রেলওয়ের ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি জীবন শুরু করেন। হায়দরাবাদের পৈতৃক বাড়িতেই তাঁর মৃত্যু হয়। আমার প্রপিতামহ মহম্মদ আহমেদ মির্জার হায়দরাবাদেই জন্ম। এখানাকার ওয়াটার ওয়ার্কসের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। আর দাদুর দাদু মহম্মদ আজিজ মির্জা হায়দরাবাদের নিজামের আমলে স্বরাষ্ট্রসচিব ছিলেন। ১৯০৮ সালে মুসি নদীর বন্যার সময় অক্লান্ত ভাবে কাজ করে গিয়েছেন। সুতরাং আমাদের সঙ্গে হায়দরাবাদের যোগ এক শতকেরও বেশি সময় ধরে। আশা করি এর পরে আর এ নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলবেন না।”

তাঁকে পাকিস্তানের পুত্রবধূ বলায় সানিয়ার প্রতিক্রিয়া: “আমার সঙ্গে শোয়েব মালিকের বিয়ে হয়েছে। উনি পাকিস্তানের মানুষ। আর আমি ভারতীয়। জীবনের শেষ দিন পর্যন্ত এক জন ভারতীয়ই থাকব।” সানিয়া বিবৃতি দিয়ে জানান, ‘‘আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে রাজনৈতিক নেতারা তাঁদের মূল্যবান সময় নষ্ট করছেন দেখে আমি ব্যথিত। আমি মনে করি, এই রাজ্য বা দেশের অসংখ্য জরুরি বিষয় নিয়ে সময় ব্যয় করা উচিত তাঁদের।”

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা এবং সাংসদ কে কবিতা সানিয়ার সমর্থনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের কথা, যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চনকে। কবিতা বলেন, “উনি তো গুজরাতের বাসিন্দাও নন, তা হলে সানিয়ার ক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন?”

লক্ষ্মণের মন্তব্যের সমালোচনা করে আজ লোকসভায় টিআরএস নেতা জিতেন্দ্র রেড্ডি বলেন, “ও আমাদের মেয়ে। ও হায়দরাবাদি। পাকিস্তানি বা আমেরিকান ও যাঁকেই বিয়ে করুক, তাতে কিছু আসে যায় না।” লক্ষ্মণের অবস্থান দল সমর্থন করে না জানিয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, “সানিয়া ভারতের গর্ব। তাঁর কৃতিত্বেই তিনি আন্তর্জাতিক ভাবে পরিচিতি লাভ করেছেন।”

sania mirza brand ambassador telangana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy