Advertisement
E-Paper

নবীন বরণে বাজির শব্দ বাধ সাধল বিদায়ীর বক্তৃতায়

তখন যেন অকাল দেওয়ালি কংগ্রেস দফতরের বাইরে। বাজির আওয়াজে কান পাতা দায়। সঙ্গে চলছে মিষ্টি বিতরণও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৩
নতুন-বিদায়ী। সভাপতির দায়িত্ব নেওয়ার পর মা সনিয়ার কপালে চুম্বন ছেলে রাহুলের। শনিবার নয়াদিল্লিতে। পিটিআই।

নতুন-বিদায়ী। সভাপতির দায়িত্ব নেওয়ার পর মা সনিয়ার কপালে চুম্বন ছেলে রাহুলের। শনিবার নয়াদিল্লিতে। পিটিআই।

নতুন সভাপতি বরণের উৎসবে যেন কিছুটা তাল কাটল বিদায়ী সভাপতির ভাষণ পর্ব। কংগ্রেস কর্মী-সমর্থকদের বাজির শব্দে বেশ কয়েক বার ভাষণ থামিয়ে দিতে বাধ্য হলেন সনিয়া। মঞ্চে বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করতে দেখা গেল তাঁকে।

শনিবার সকাল তখন এগারোটা। নয়াদিল্লির ১৪ আকবর রোড। এআইসিসি-র সদর দফতর। অভিষেক মঞ্চে নতুন সভাপতি রাহুল গাঁধী, বিদায়ী সভাপতি সনিয়া গাঁধী। রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ অন্য শীর্ষ কংগ্রেস নেতারাও। তখন সবে মাত্র আনুষ্ঠানিক ভাবে সভাপতির দায়িত্ব নিয়েছেন রাহুল। আশীর্বাদ নিলেন মা সনিয়ার কাছ থেকে। মায়ের কপালে চুম্বন করল ছেলে। মায়ের স্নেহের হাত তখন ছেলের পিঠে।

শংসাপত্র তুলে দেওয়ার পরই উৎসবে মেতে উঠলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। তখন যেন অকাল দেওয়ালি কংগ্রেস দফতরের বাইরে। বাজির আওয়াজে কান পাতা দায়। সঙ্গে চলছে মিষ্টি বিতরণও।

আরও পড়ুন: ওরা ভাঙে, আমরা গড়ি, কংগ্রেস সভাপতি হয়েই মোদীকে নিশানা রাহুলের

প্রাক্তন প্রধানমন্ত্রীর পর মঞ্চে তখন দ্বিতীয় বক্তা স্বয়ং সনিয়া গাঁধী। কিছু ক্ষণ বলার পরই থামিয়ে দিলেন ভাষণ। চোখে-মুখে তখন স্পষ্ট বিরক্তির ছাপ। এর পরই তাঁর বক্তব্য, ‘আমি কিছু বলতে পারছি না’। বিষয়টি নিয়ে নিরাপত্তা রক্ষীদের কাছেও ক্ষোভ প্রকাশ করলেন। এমনকী, বিষয়টিতে হস্তক্ষেপ করতেও দেখা গেল নতুন সভাপতিকেও।

' ' '

অবশেষে নিরাপত্তা রক্ষী এবং অন্য কংগ্রেস নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এল। বাজির আওয়াজ কিছুটা কমার পরেই বক্তব্য শেষ করেন সনিয়া।

Sonia Gandhi Rahul Gandhi Congress Working Committee AICC কংগ্রেস সনিয়া গাঁধী রাহুল গাঁধী Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy