কোথাও কেউ কাঁজে ফাঁকি দিচ্ছেন কি না, ড্রোন উড়িয়ে সব চুপিচুপি নজর রাখেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে ভারত ড্রোন মহোৎসবে নিজের কথা ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বুঝিয়েও দিতে চাইলেন, ফাঁকিবাজি তাঁর না-পসন্দ। কেউ ফাঁকি মারলেই তিনি ‘ডিজিটাল চোখে’ তা নজরবন্দি করবেন।
তিনি নিজে দিন-রাত এক করে কাজ করেন। ফাঁকিবাজি না-পসন্দ। কোথাও কোনও গলদ নজরে এলেই তা শুধরে দেওয়া, প্রয়োজনে পদক্ষেপ করা থেকেও পিছপা হন না। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তো তাঁর পক্ষে নজরদারি চালানো সম্ভব নয়। তাই এ বার নজরদারি চালাতে ড্রোনের সাহায্যও নিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, “ড্রোনের মাধ্যমে সব নজরে রাখি, কোথায় কাজ হচ্ছে, আর কোথায় ফাঁকিবাজি।”