‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির এক দিন পরে, রবিবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। তবে এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ‘ভুয়ো’ তথ্যে কান না দেওয়ার জন্য আবেদনও করেছে তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। রবিবার ভারতীয় বায়ুসেনা জানাল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সেই জঙ্গিদমন অভিযান জারি রয়েছে।
রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে।’’ তার পরেই বায়ুসেনা জানিয়েছে, এই অভিযান এখনও চলছে। সেই নিয়ে দেশবাসীকে সময়মতো জানানো হবে। পোস্টে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘‘এই অভিযান চলছে। সময়মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।’’ শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত-পাকিস্তান। তার পরেই নাগরিকদের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে, পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত যে জঙ্গিদমন অভিযান শুরু করেছিল, তা কি আর চলবে? পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করেছিল ভারত, তা বহাল থাকবে কি না, সেই নিয়েও নাগরিকদের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করে। এ বার ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানিয়ে দিল যে, জঙ্গিদমনের জন্য তাঁদের ‘অপারেশন সিঁদুর’ চলছে।
আরও পড়ুন:
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তাঁদের মধ্যে বেশিরভাগই পর্যটক। ভারত পাকিস্তানের দিকে আঙুল তুললেও তারা অস্বীকার করে। এর পরেই জঙ্গিদমন অভিযান শুরু করে ভারত। গোটা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে সেনাবাহিনী। ধরপাকড়ও হয়। ওই অভিযানের অংশ হিসেবে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সেনাবাহিনী। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যদিও পাকিস্তান দাবি করে, ভারতের অভিযানে তাদের সাধারণ মানুষ নিহত হয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টই জানিয়ে দেয়, ওই অভিযান শুধুই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল। তাতে নিহত হয়েছে জঙ্গিরা। সেই জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনা। সেই ছবিও তুলে ধরেছে ভারত।
ভারতের সেই অভিযানের পরেই সীমান্তবর্তী এলাকা নিশানা করে বুধবার রাত থেকে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারত সেই হামলা ব্যর্থ করে দেয়। দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। শনিবার বিকেলে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান। রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল, জঙ্গিদমনের জন্য তাদের ‘অপারেশন সিঁদুর’ চলছে। জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে সেনাবাহিনী। সংঘর্ষবিরতির সঙ্গে যে ‘অপারেশন সিঁদুর’-এর সম্পর্ক নেই তা বায়ুসেনার পোস্টেই স্পষ্ট।