আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে শুক্রবার ১০ জুলাই। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন’ (সিআইএসসিই)-এর তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সিআইএসসিই-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ জুলাই বিকেল ৩টের পর দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল কাউন্সিলের কেরিয়ার পোর্টাল এবং ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি, এসএমএসের মাধ্যমেও তা জানা যাবে।
#FakeNewsAlert #cbseforstudents #students pic.twitter.com/9Jaf5Mch2u
— CBSE HQ (@cbseindia29) July 9, 2020
অন্যদিকে, সিবিএসই আগামী ১১ জুলাই দশম এবং ১৩ জুলাই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ফলাফল ঘোষণা করতে পারে বলে এদিন কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছিল। কিন্তু সিবিএসই-র তরফে এর পরে সেই ‘খবর’ খারিজ করে টুইট করা হয়। বোর্ডের তরফে জানানো হয়, ‘‘বোর্ড জানতে পেরেছে, ২০২০ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে ভুয়ো মেসেজ ছড়ানো হচ্ছে। কিন্তু এ বিষয়ে বোর্ডের তরফে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।’’
আরও পড়ুন: করোনা মোকাবিলায় কেরলের গ্রামে কম্যান্ডো বাহিনী!
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলের দিনক্ষণ সংক্রান্ত বিষয়ে বোর্ডের পরামর্শ— ‘‘পরবর্তী নির্দেশিকার জন্য অপেক্ষার পাশাপাশি সিবিএই-র সরকারি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখুন।’’
আরও পড়ুন: তিন এলাকা থেকে সেনা সরাল চিন, নজর রাখছে ভারত