মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে।
পুলিশ সূত্রে খবর, সকালে সারান্ডার জঙ্গলে কয়েক জন গ্রামবাসী কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিল ন’বছরের একটি মেয়ে। সকলে কাঠ কুড়োতে ব্যস্ত ছিল। নাবালিকাও কাঠ কুড়োচ্ছিল। সেই সময় আচমকাই জোরালো একটি বিস্ফোরণ হয়। কয়েক হাত দূরে ছিটকে পড়ে নাবালিকা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার নাম সিরিয়া হেরেঞ্জ। তৃতীয় শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার সকাল ৭টায় গ্রামবাসীদের সঙ্গে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল সে। তখনই বিস্ফোরণ হয়। উল্লেখ্য, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেই জায়গা থেকে তিন কিলোমিটার দূরেই সিআরপিএফের শিবির। এই ঘটনা থেকে সন্দেহ করা হচ্ছে, সিআরপিফ জওয়ানরাই ছিলেন এই হামলার মূল লক্ষ্য। এই ঘটনার পরই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ এবং সিআরপিফের যৌথবাহিনী। আর কোথাও বিস্ফোরক পুঁতে রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরকে অনেক সাধারাণ মানুষের প্রাণহানি হচ্ছে। বিশেষ করে গ্রামবাসীরা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন। এই ঘটনার পর সারান্ডার জঙ্গলের আশপাশের গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে।