Advertisement
E-Paper

রজনীকান্ত গেরুয়া রং মাখলে জোট অসম্ভব, জানালেন কমল

শনিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণী এই সুপারস্টার। তাঁর কাছে জানতে চাওয়া হয়, রাজনীতির ময়দানে রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে তিনি কতটা আগ্রহী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫০
কামাল হাসন। —ফাইল চিত্র।

কামাল হাসন। —ফাইল চিত্র।

তাঁদের জোট করা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। রজনীকান্ত সবটাই যেখানে সময়ের উপরে ছেড়ে দিয়েছেন, সেখানে কমল সে ভাবে কিছুই স্পষ্ট করেননি। তবে সম্প্রতি কমল হাসনের একটি মন্তব্য ঘিরে নতুন করে সামনে এসেছে জোট তত্ত্ব। জল্পনা তৈরি হয়েছে রজনীকান্ত-বিজেপি সমীকরণ ঘিরেও।

শনিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণী এই সুপারস্টার। তাঁর কাছে জানতে চাওয়া হয়, রাজনীতির ময়দানে রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে তিনি কতটা আগ্রহী। প্রশ্নের উত্তরে কমল বলেন, “আমার লাল রং একেবারেই পছন্দ নয়। আশা রাখছি রজনীকান্তের রাজনৈতিক রং গেরুয়া হবে না। যদি তা হয় তা হলে জোট অসম্ভব।” তার পরেই কমল আরও খোলসা করে জানান, জোট হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। দু’জনের মতাদর্শ, ভাবাবেগ এবং লক্ষ্যের উপর তা নির্ভরশীল। সরাসরি বিজেপির নাম না করলেও গেরুয়া রং বলতে বিজেপি এবং লাল রং বলতে সিপিএমকে‌ই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।

রজনীকান্ত এবং কমল হাসন দু’জনেই সক্রিয় রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন মাস কয়েক আগে। তামিলনাড়ুকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়ে গত ৩১ ডিসেম্বর রাজনীতিতে আসার কথা ঘোষণা করেন থালাইভা। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটা আসনে তাঁর দল প্রার্থী দেবে বলেও জানান। রজনী আলাদা দল গড়ার কথা বললেও নিজস্ব দল গড়ার কথা এখনও খোলসা করেননি কমল। একটি সূত্রের খবর, আগামী ২১ ফেব্রুয়ারি রামেশ্বরমে নিজের দলের নাম ঘোষণা করতে পারেন তিনি।

আরও পড়ুন: প্রচারে গেরুয়া ঝড়, প্রদীপ আগলাতে মরিয়া মানিক

অন্যদিকে, রজনীকান্তকে নিজেদের দলে টানতে বিজেপি রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। তাই রজনীর দলের সঙ্গে বিজেপির জোট নিয়ে জল্পনা দানা বেঁধেছে। এই অবস্থায় কমলের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।

এ দিন এই অনুষ্ঠানে নিজের একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন কমল। ওয়েবসাইটটির নাম মাইয়ম ডট কম। তামিল রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে সমস্ত তামিলবাসীকে এই ওয়েবসাইটে যুক্ত হয়ে যে কোনও বিষয়ে নিজেদের মতামত জানানোর আহ্বান জানান তিনি।

Kamal Haasan Rajinikanth Tamil Nadu কামাল হাসন রজনীকান্ত তামিলনাড়ু
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy