দেওয়ালির রাতে মহাকাশ থেকে কেমন দেখতে লাগছিল ভারতকে?
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সেই ছবিই পাঠালেন ইতালীয় মহাকাশচারী পাওলো নেসপলি। পাশাপাশি ভারতীয়দের দেওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন ৬৩ বছরের এই মহাকাশচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পাঠানো ছবিতে দেখা গিয়েছে, গত ১৯ অক্টোবর, অর্থাৎ কালীপুজোর রাতে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছিল ভারতের আকাশ। গোটা দেশই হয়ে উঠেছিল আলোয় আলোকিত।
আরও পড়ুন: সুনসান গলিতে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, দেখুন ভিডিও
Diwali, the Hindu Festival of Lights, starts today. #HappyDiwali to everyone! #VITAmission pic.twitter.com/Uygnc8tTWx
— Paolo Nespoli (@astro_paolo) October 19, 2017
যদিও ছবিটি কবে তোলা, তা নিয়ে নানা সংবাদ মাধ্যমের নানা মত। হিন্দুস্থান টাইমস-এর খবর ছবিটি দেওয়ালির নয়। দেওয়ালি থেকে কুড়ি দিন আগে তোলা হয় ছবিটা। অন্যদিকে, জি, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো অনেকের দাবি ছবিটি দেওয়ালির রাতেই তোলা।
শুধু এ বছরই নয়। বেশ কয়েক বছর ধরেই দেওয়ালীর রাতে কেমন দেখায় ভারতকে— তার ছবি প্রকাশ হয়ে চলেছে। যদিও পরবর্তী সময় অনেকগুলো ছবি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।