Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Monsoon in Kerala

কেরলে বর্ষা ঢুকছে শুক্রেই, দেশের আর কোথায় কোথায় বৃষ্টি আনবে মৌসুমী বায়ু? জানাল মৌসম ভবন

সাধারণ ভাবে কেরলে বর্ষা ঢুকে পড়ার কথা ১ জুন। আরব সাগরে ঘূর্ণিঝড়ের কারণেই তাতে বিলম্ব হচ্ছে। তীব্র ঘূর্ণিঝড় রূপে সাগরে অবস্থান করছে ‘বিপর্যয়’।

IMD forecasts monsoon will enter Kerala on Friday.

কেরলে শুক্রবারের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৫:২১
Share: Save:

আরব সাগরে ঘূর্ণিঝড় কেরলে ডেকে আনছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, কেরলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার বর্ষা ঢুকবে দক্ষিণ ভারতে।

আরব সাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এই মুহূর্তে তা তীব্র ঘূর্ণিঝড় রূপে সাগরের উপর অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি হবে। তার পর বর্ষার বৃষ্টিতে ভিজবে কেরল।

ক্যালেন্ডার অনুযায়ী, কেরলে বর্ষার আগমন আরও কিছু দিন আগে হওয়ার কথা। ঘূর্ণিঝড়ের কারণেই তাতে বিলম্ব বলে জানিয়েছেন আবহবিদেরা। ‘বিপর্যয়’ সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে। তাই কেরল এবং পার্শ্ববর্তী এলাকায় মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না। তবে আগামী ২ দিনে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে ওই এলাকায়।

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে এখনও কিছুটা সময় লাগবে। তাই প্রাথমিক ভাবে কেরলে বর্ষা প্রবেশ করলেও তা হবে দুর্বল। ১২ জুন নাগাদ ঝড়ের প্রভাব কমতে শুরু করলে বর্ষার গতিবিধি বোঝা যাবে।

আগামী কয়েক দিনে শুধু কেরল নয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে শুরু করবে লক্ষদ্বীপ, মলদ্বীপ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও। একই সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশ করবে। তবে আরব সাগরে এই আবহাওয়া পরিস্থিতির কারণে ভারতের মধ্যভাগে পশ্চিমঘাট পর্বতমালা পেরিয়ে বর্ষার আগমন আরও কিছুটা দেরিতে হবে।

সাধারণ ভাবে কেরলে বর্ষা ঢুকে পড়ার কথা ১ জুন। মৌসম ভবনের পূর্বাভাস মিললে দক্ষিণ ভারতে ৯ দিন দেরিতে বর্ষা ঢুকতে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon Kerala rainfall Cyclone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE