Advertisement
২৭ জুলাই ২০২৪
Monsoon

Southwest Monsoon: এ বছর আগেই আসবে বর্ষা, ১৫ মে ঢুকে পড়ার সম্ভাবনা আন্দামানে, জানাল মৌসম ভবন

প্রায় দু’মাস ধরে টানা হাঁসফাঁস গরমে যখন গোটা দেশে নাভিশ্বাস উঠছে সেই সময় বর্ষা এগিয়ে আসার খবর অনেকটাই স্বস্তির।

নির্ধারিত সময়ের আগেই আসছে বর্ষা! ফাইল চিত্র।

নির্ধারিত সময়ের আগেই আসছে বর্ষা! ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৬:২৬
Share: Save:

দোরগোড়ায় কড়া নাড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসম ভবন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই এ বছর দেশে ঢুকে পড়বে বর্ষা। আগামী ১৫ মে-র মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

এক বিবৃতি জারি করে মৌসম ভবন জানিয়েছে, ‘১৫মে-র মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশে ঢুকতে পারে।’ এ বছর মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ হু হু করে চড়েছে। কোনও কোনও রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রায় দু’মাস ধরে টানা হাঁসফাঁস গরমে যখন গোটা দেশে নাভিশ্বাস উঠছে সেই সময় বর্ষা এগিয়ে আসার খবর অনেকটাই স্বস্তির।

আর্থ সায়েন্সেস-এর প্রাক্তন সচিব এম রাজীবন নায়ার জানান, সাধারণত ১৯-২০ মে-তে আন্দামান এবং নিকোবরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকে। এ বছর অন্ততপক্ষে এক সপ্তাহ আগে ঢুকে পড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon andaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE