পাক বিদেশমন্ত্রকের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল আগেই। করতারপুর করিডর উদ্বোধনে এ বার আনুষ্ঠানিক ভাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আমন্ত্রণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হল। তবে মনমোহন সিংহের দফতরের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আগামী ৯ সেপ্টেম্বর পাকিস্তান মহা সমারোহে করতারপুর করিডরের উদ্বোধন করতে চলেছে। তার আগে এ দিন ইসলামাবাদে সাংবাদিক বৈঠক করেন সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল। তিনি জানান, ইমরান খানের প্রতিশ্রুতি মতো নির্ধারিত দিনেই করতারপুর করিডরের উদ্বোধন হবে। তার জন্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ্যে মনমোহন সিংহকে করতারপুর করিডর উদ্বোধনে আমন্ত্রণ জানান পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সে বার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘পাকিস্তানের পক্ষ থেকে করতারপুর করিডরের উদ্বোধনে মনমোহন সিংহকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। খুব শীঘ্র আনুষ্ঠানিক ভাবেও নিমন্ত্রণপত্র পাঠানো হবে ওঁকে। উনি এক জন সম্মানীয় নেতা। করতারপুরের সঙ্গে ওঁর ধর্মবিশ্বাস জড়িয়ে।’’