এক অস্ট্রেলীয় নাগরিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল বুদ্ধগয়ার একটি জঙ্গল থেকে। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ওই বিদেশিকে জঙ্গলের একটি গাছ থেকে ঝুলতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, ওই বিদেশি একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন। তার স্বাক্ষর থেকেই জানা গিয়েছে, ওই অস্ট্রেলীয় নাগরিকের নাম- হিথ অ্যালান। বয়স ৩৩ বছর। তাঁর বাড়ি অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছে ওয়েস্টমিড নামে একটি মফস্সল এলাকায়। তিনি তাঁর মৃত্যুর খবর তাঁর বোনকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, দেহটি যে গাছ থেকে ঝুলছিল, তার নীচ থেকে একটি ব্যাগ, ডায়েরি ও জলের বোতল পাওয়া গিয়েছে। উদ্ধার করা ব্যাগটি থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি টেলিফোন নম্বরও পাওয়া গিয়েছে। হিথকে খুন করা হয়েছে কি না, পুলিশ তারও তদন্ত করছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ময়না তদন্তের জন্য ওই অস্ট্রেলীয় নাগরিকের দেহটি পাঠানো হয়েছে গয়ার অনুগ্রা নারায়ণ মগধ মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন- আইএস-এ যোগ দিয়েছেন গ্রেটার নয়ডার নিখোঁজ ছাত্র সফি?
আরও পড়ুন- প্রেমে বাধা, বারাসতে মিলল যুগলের ঝুলন্ত দেহ