Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

ভোটের মুখে ছত্তীসগঢ়ে বড় ধাক্কা, কংগ্রেসের শীর্ষ নেতা বিজেপিতে

ভাইকের দল ছাড়ার ঘটনায় দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েছে ছত্তীসগঢ় প্রদেশ কংগ্রেস।

রামদে ভাইককে দলে স্বাগত জানাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিলাসপুরে, শনিবার। ছবি- টুইটার।

রামদে ভাইককে দলে স্বাগত জানাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিলাসপুরে, শনিবার। ছবি- টুইটার।

সংবাদ সংস্থা
বিলাসপুর (ছত্তীসগঢ়) শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৩:৪৯
Share: Save:

বিধানসভা ভোটের মাসখানেক আগে ছত্তীসগঢ়ে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। দলের কার্যনির্বাহী সভাপতি রামদে ভাইক শনিবার যোগ দিলেন বিজেপি-তে। মুখ্যমন্ত্রী রমন সিংহের সামনে এ দিন বিলাসপুরে ভাইককে বিজেপি-তে স্বাগত জানান দলের সভাপতি অমিত শাহ। জনপ্রিয় ভাইক কংগ্রেসের টিকিটে ছত্তীসগঢ়ের পালি থেকে জিতে বিধায়ক হয়েছেন চার বার।

ভাইকের দল ছাড়ার ঘটনায় দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েছে ছত্তীসগঢ় প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ ভাঘেল বলেছেন, ‘‘আমরা দিনকয়েক আগে ওঁর (ভাইক) সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু তখন উনি এ ব্যাপারে কিছুই বলেননি।’’ পরে কিছুটা হতাশার সুরেই ভাঘেল যোগ করেন, ‘‘ভোটের মরসুমে তো দল ছাড়াছাড়ির ঘটনা ঘটেই থাকে!’’

ছত্তীসগঢ়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীতালিকা গত কালই চূড়ান্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, দু’-এক দিনের মধ্যেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে প্রদেশ কংগ্রেস। ১২ নভেম্বর বিধানসভা ভোট ছত্তীসগঢ়ে।

আরও পড়ুন- টাউন হলে মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি নিয়ে তথ্য তলব করল সিবিআই​

আরও পড়ুন- বর্ষশেষে পরীক্ষায় মোদী-শাহ, ৫ রাজ্যের ভোট ঘোষণা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE