Advertisement
E-Paper

জঙ্গি হানার আশঙ্কায় কড়া নজর বাংলার উপকূলেও

ভোটের সময় শুধু জঙ্গি গোষ্ঠী নয়, মাওবাদীরাও হামলা করতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশ সুপার এবং কমিশনারদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০৫:৪৯
উপকূলরক্ষী বাহিনীর নজরদারি। ফাইল চিত্র।

উপকূলরক্ষী বাহিনীর নজরদারি। ফাইল চিত্র।

বালাকোটের ঘটনার প্রেক্ষিতে জেলার পুলিশ সুপার ও কমিশনারদের উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার নবান্ন থেকে ভিডিয়ো-সম্মেলনের মাধ্যমে লোকসভা নির্বাচনে ভিআইপিদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়। জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে সে-দিকেও নজর দিতে বলা হয়েছে। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভিডিয়ো-সম্মেলন হয়।

নদীপথে পাকিস্তান ফের হামলা চালাতে পারে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করেছিলেন নৌসেনা-কর্তা। সেই প্রসঙ্গে তুলেই রাজ্য পুলিশের কর্তারা এ দিন বলেন, ‘‘পাকিস্তান মানে শুধু আরব সাগর নয়। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা দিয়েও আক্রমণ হতে পারে। তাই বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের বিশেষ ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।’’ নির্বাচনের সময়েও জঙ্গি হামলার আশঙ্কা করছেন পুলিশের শীর্ষ কর্তারা। তাঁরা জানান, গত কয়েক মাসে জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ)-এর বেশ কয়েক জন জঙ্গি ধরা পড়েছে। ভোটের সময় শুধু জঙ্গি গোষ্ঠী নয়, মাওবাদীরাও হামলা করতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশ সুপার এবং কমিশনারদের। সব দিক খতিয়ে দেখে কড়া নজরদারির সুপারিশ করা হয়েছে। পুলিশকর্তারা জানান, রাজ্য গোয়েন্দা দফতরের সঙ্গে সব সময় সমন্বয় রেখে চলতে হবে। নিরন্তর তথ্যের আদানপ্রদান করতে হবে প্রশাসনের সব পক্ষের মধ্যে।

ভোটের সময় কেন্দ্রীয় মন্ত্রীদের সুরক্ষার বিষয়ে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র অফিসারদের কী ধরনের সহযোগিতা করতে হবে, পুলিশ সুপার ও কমিশনারদের কাছে সেটাও বিশদ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এ দিনের বৈঠকে জঙ্গি ও মাওবাদী হানার কয়েকটি ঘটনার ভিডিয়ো-চিত্র দেখানো হয়। ওই সব ঘটনায় কোথায় কোথায় সুরক্ষার গাফিলতি ছিল, তা তুলে ধরা হয়েছে। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘ওই ভিডিয়োর মাধ্যমে গাফিলতির বিষয়টি তুলে ধরে নিরাপত্তার ফাঁকফোকর সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে দেওয়া হয়েছে।’’

Indian Coast Guard Terrorist Attack West Bengal Government Nabanna Bay of Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy