চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন আয়কর বিল লোকসভায় পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বিলই এ বার প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। ওই বিলের সংশোধিত সংস্করণ আবার ১১ অগস্ট (সোমবার) পেশ করা হবে লোকসভায়।
১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার পরই তিনি নতুন বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে কমিটি তৈরির প্রস্তাব দেন। সেই মতোই বিল নিয়ে আলোচনার জন্য লোকসভায় সিলেক্ট কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়। সেই কমিটির মাথায় ছিলেনবিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডা।
আরও পড়ুন:
সেই কমিটি বিলে একাধিক পরিবর্তনের কথা জানায়। সেই সব সংস্করণের সুপারিশ পাঠানো হয় কেন্দ্রের কাছে। ধাপে ধাপে সেই সব সংস্করণ প্রকাশ করলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলে মনে করছে কেন্দ্র। তাই সমস্ত পরিবর্তন এক সঙ্গে করে সংশোধিত সংস্করণ প্রকাশ করা হবে বলে খবর, কেন্দ্র সূত্রে।
১৯৬১ সালের আয়কর আইনে বদল আনতে চলতি বছরে নতুন আয়কর বিল আনে কেন্দ্র। সেই বিল নিয়ে গত ২১ জুলাই সিলেক্ট কমিটি সাড়ে চার হাজার পাতার একটি রিপোর্ট জমা করে। জানা গিয়েছে, তাতে ২৮৫টি পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সব পরামর্শ বিবেচনা করে কেন্দ্র এ বার নতুন আয়কর বিলের সংশোধিত সংস্করণ পেশ করবে আগামী সোমবার।