Advertisement
২২ মার্চ ২০২৩
PAN

ফর্ম পূরণ করেও আধারের সঙ্গে লিঙ্ক করা যাবে প্যান

কেন্দ্রের নির্দেশিকা ছিল অনলাইনে ৩০ জুনের মধ্যেই আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। এ নিয়ে একটা বিভ্রান্তিও ছড়িয়েছিল আমজনতার মধ্যে। নির্ধারিত সময়ে আধারের লিঙ্ক না করলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে না তো? সে ক্ষেত্রে কী করবেন তাঁরা? আয়কর দফতর সেই ভুল ভাঙিয়ে আরও পথ বাতলে দিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১৮:২৩
Share: Save:

অনলাইনে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারেননি তো কী হয়েছে! উপায় আরও আছে। অনলাইনে নয়, একটি ফর্ম পূরণ করলেই আধারের সঙ্গে প্যান লিঙ্ক হয়ে যাবে। আয়করদাতাদের জন্য সে কারণে একটি এক পাতার ফর্ম প্রকাশ করেছে আয়কর দফতর।

Advertisement

ফর্মে প্যান ও আধার নম্বর এবং তাতে থাকা নামের বানান উল্লেখ করতে হবে। সেই সঙ্গে একটি ডিক্ল্যারেশন দিতে হবে, ফর্মে যে আধার নম্বরটি দেওয়া হচ্ছে সেটা অন্য কোনও প্যানের সঙ্গে লিঙ্ক করা হয়নি। শুধু তাই নয়, ওই ডিক্ল্যারেশনে আরও জানাতে হবে ফর্মে যে প্যানের কথা উল্লেখ করা হয়েছে, তার বাইরে আর কোনও প্যান নেই। ডিক্ল্যারেশনের একটা অংশে করদাতাদের লিখতে হবে, আধারভিত্তিক অথেন্টিকেশনের জন্য যে ব্যক্তিগত তথ্যগুলো জমা দেওয়া হচ্ছে সরকার সেগুলোর নিরাপত্তা ও গোপনীয়তা সুনিশ্চিত করবে।

আরও পড়ুন: জিএসটির ফলে দাম কমতে চলেছে বেশ কিছু গাড়ি, বাইকের

কেন্দ্রের নির্দেশিকা ছিল অনলাইনে ৩০ জুনের মধ্যেই আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। এ নিয়ে একটা বিভ্রান্তিও ছড়িয়েছিল আমজনতার মধ্যে। নির্ধারিত সময়ে আধারের লিঙ্ক না করলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে না তো? সে ক্ষেত্রে কী করবেন তাঁরা? আয়কর দফতর সেই ভুল ভাঙিয়ে আরও পথ বাতলে দিয়েছে। সেগুলো হল—

Advertisement

• ৩০ জুনের পর প্যান কার্ড বাতিল হবে না।

• ১ জুলাই থেকে নতুন প্যান কার্ডের আবেদন করতে আধার বাধ্যতামূলক।

• শনিবার থেকে আধার ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। সে ক্ষেত্রে আধার হাতে না-পেলে রিটার্ন ফর্মের সঙ্গে দিতে হবে তার জন্য আবেদনের প্রমাণপত্র (এনরোলমেন্ট আইডি)। আধার থাকলে আগে প্যানের সঙ্গে তা আগে যোগ করে নিতে হবে।

• রিটার্ন জমার সময়ে প্যানের সঙ্গে আধার যোগ না-হয়ে থাকলে, ‘আইটিআর’ ফর্ম দাখিলের সময় আধার দিলেই চলবে। তখনই ওই দুই নম্বর যুক্ত হয়েছে বলে ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.