লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই ভিডিয়ো আলোচনায় বসতে চলেছেন ভারত এবং চিনের বিদেশমন্ত্রী। ২২ তারিখের ওই ভিডিয়ো বৈঠকে থাকবেন রাশিয়ার বিদেশমন্ত্রীও।
কূটনৈতিক সূত্রের খবর, রাশিয়ার উদ্যোগেই এই বৈঠকটি হচ্ছে। আপাতভাবে অতিমারি মোকাবিলার কৌশল নিয়ে ত্রিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। কিন্তু স্বাভাবিক ভাবেই আসন্ন বৈঠকে একটি আস্থাবর্ধক বাতাবরণ তৈরির চেষ্টা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে থাকবে— এমনটাই জানা গিয়েছে। বেশ কিছু দিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হচ্ছিল, তারা চায় ভারত-চিন উত্তেজনা কমুক। নয়াদিল্লিও বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে কথা বলেছে। ফলে সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকা না নিলেও রাশিয়া যে গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে, তা বৈঠকের উদ্যোগটিতেই স্পষ্ট। কূটনৈতিক সূত্রের মতে, আমেরিকার দিকে ভারত যাতে না বেশি ঝুঁকে পড়ে, সেটা মস্কোর অগ্রাধিকার হবে।
চিনের সঙ্গে সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে আজ দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। লাদাখে চিনের সঙ্গে ভারতীয় সেনাদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দ্বন্দ্ব চলছে। সেনাবাহিনীর স্তরে তা মেটানোরও চেষ্টা চলছে। গত ৫ জুন কোর কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। তার পরে এই প্রথম মুখ খুলে সেনাপ্রধান বলেন, “নিরন্তর আলোচনার মাধ্যমে মতপার্থক্য মিটিয়ে ফেলা যাবে বলে আশাবাদী। সব কিছুই নিয়ন্ত্রণে রয়েছে।”