ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার মোদী সরকারের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল লন্ডনে পৌঁছলেন। মোদী সরকারের আশা, চলতি বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গেও বাণিজ্য চুক্তি সেরে ফেলা যাবে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুঁশিয়ারিতে মোদী সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এগিয়েছে। এ কই সঙ্গে আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির ক্ষেত্রে বাধা এলে ইউরোপের বাজারে যাতে ভারতীয় পণ্যের রফতানি বাড়ানো যায়, সেই লক্ষ্যে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চাইছে নয়াদিল্লি।
গত সোমবারই ব্রিটেন থেকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সেরে দিল্লিতে ফিরেছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বাণিজ্য চুক্তি নিয়ে দরকষাকষিতে কিছু বাধা এসেছিল। সেই বাধা কাটাতে শুক্রবার লন্ডনে পৌঁছে ফের ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।
সরকারি সূত্রের খবর, খুব শীঘ্র ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে। একদিকে ভারত ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কি, জাগুয়ার, ল্যান্ডরোভারের মতো দামি গাড়িতে শুল্ক কমাবে। অন্যদিকে ভারত থেকে রফতানি হওয়া পোশাক, জুতোর মতো বিভিন্ন পণ্যে শুল্ক কমাবে ব্রিটেন। চাকরি ও শিক্ষা ক্ষেত্রে ভারতীয়দের আরও বেশি ভিসা দেবে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ২০২২-এর গোড়ায় ভারত ও ব্রিটেনের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু বারবার ব্রিটেনে প্রধানমন্ত্রী বদলের ফলে বাণিজ্য চুক্তি নিয়ে দরকষাকষিতে বাধা পড়েছে। এবার ট্রাম্পের চড়া শুল্কের হুঁশিয়ারির মুখে ভারত নতুন করে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ঝাঁপিয়েছে।
বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল গত কয়েকদিন ধরেই একের পর এক ইউরোপের দেশের সঙ্গে বৈঠক করছেন। শুক্রবার ইউরোপীয় বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বাণিজ্য মন্ত্রকের বক্তব্য, দুই পক্ষই ২০২৫-এর মধ্যে ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে দায়বদ্ধ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)