Advertisement
E-Paper

‘শক্তি’ কমল ভারতীয় পাসপোর্টের, পাঁচ ধাপ নেমে ৮৫ নম্বরে ভারত, ট্রাম্প জমানায় প্রথম ১০-এ নেই আমেরিকাও

বিদেশ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন। আর বিশ্বে বিভিন্ন দেশ বিনা ভিসায় কতগুলি দেশে ভ্রমণের অনুমতি দেয়, তার উপর নির্ভর করে পাসপোর্ট সূচক তৈরি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০২:০০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও দুর্বল হল ভারতীয় পাসপোর্টের অবস্থান। বুধবার ২০২৫ সালের ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়েছে। তাতেই ৮৫তম স্থান পেয়েছে ভারত সরকারের দেওয়া পাসপোর্ট। গত বছর পাঁচটি দেশের সঙ্গে যৌথ ভাবে ৮০তম স্থানে ছিল ভারতীয় পাসপোর্ট। এ বছর প্রথম স্থান অধিকার করেছে ফ্রান্সের পাসপোর্ট।

বিদেশ ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন। আর বিশ্বে বিভিন্ন দেশ বিনা ভিসায় কতগুলি দেশে ভ্রমণের অনুমতি দেয়, তার উপর নির্ভর করে পাসপোর্ট সূচক তৈরি হয়। এই তালিকা অনুসারে ভারতীয়েরা ভিসা ছাড়া এখন ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ দিত ৬২টি দেশ। চলতি বছরে সিঙ্গাপুরের পাসপোর্ট ১৯৩টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা-সহ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে রয়েছে ‘হেনলি পাসপোর্ট সূচক’ তালিকায়। এ বছর দক্ষিণ কোরিয়া ১৯০টি দেশে ভ্রমণের সুযোগ-সহ তালিকায় দ্বিতীয় এবং জাপান ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ-সহ তৃতীয় স্থানে রয়েছে।

ওই সূচক জানাচ্ছে, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইৎজ়ারল্যান্ড ১৮৮টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ-সহ চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। ওই দেশগুলির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ পান। ডোনাল্ড ট্রাম্পের জমানায় মার্কিন পাসপোর্টও শক্তি খুইয়েছে বলে হেনলি পাসপোর্ট সূচকের রিপোর্ট জানিয়েছে। বস্তুত, বিশ্বের শক্তিশালি পাসপোর্টের তালিকায় প্রথম ১০-এর মধ্যেই নেই আমেরিকা! মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে অবস্থান করছে ট্রাম্পের দেশ। ওই তালিকার ২২৭টি গন্তব্যের মধ্যে ভিসা ছাড়া মার্কিন নাগরিকরা ভ্রমণ করতে পারেন ১৮০টিতে।

passport Donald Trump america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy