Advertisement
E-Paper

মোদীকে ‘বিপ্লবী’ বললেন নেতানিয়াহু, সই ৯টি ‘মউ’

এ দিন দিল্লির ‘হায়দরাবাদ হাউস’-এ দু’দেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের বৈঠকে ওই ৯টি ‘মউ’ সই হয়েছে। সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের অঙ্গীকার করা হয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস, অপ্রচলিত শক্তি ও সাইবার নিরাপত্তা, বিমানবন্দরের প্রোটোকলেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৫:৩৩
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি; প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি; প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে।

নরেন্দ্র মোদীকে ‘বিপ্লবী নেতা’র শিরোপা দিলেন ভারত সফররত ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৩ হাজার বছরের মধ্যে প্রথম কোনও ভারতীয় নেতার ইজরায়েলে যাওয়ার জন্য এই শিরোপা। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাভ্যাসের ক্লাস করার ইচ্ছাও প্রকাশ করেছেন ইজরায়েলের নেতানিয়াহু।

দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়ে ওঠার আভাস মেলার পাশাপাশি সোমবার, সরকারি ভাবে, আরও কাছাকাছি এল ভারত ও ইজরায়েল।

প্রতিরক্ষা, কৃষি, মহাকাশ প্রযুক্তি-সহ ৯টি ক্ষেত্রে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত হল সমঝোতা পত্র (‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ বা,‘মউ’)।

এ দিন দিল্লির ‘হায়দরাবাদ হাউস’-এ দু’দেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের বৈঠকে ওই ৯টি ‘মউ’ স্বাক্ষর হয়েছে। সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের অঙ্গীকার করা হয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস, অপ্রচলিত শক্তি ও সাইবার নিরাপত্তা, বিমানবন্দরের প্রোটোকলেও। যৌথ ভাবে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যেও ‘মউ’ হয়েছে দু’দেশের মধ্যে।

‘মউ’ স্বাক্ষরের পর যৌথ বিবৃতিও দেন দু’দেশের প্রধানমন্ত্রী। ইজরায়েলের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ সংস্থাগুলিকে এ দেশে এসে উৎপাদনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন- আরব বসন্তের ছায়া ফিরে এল তিউনিশিয়ায়

আরও পড়ুন- দু’দেশের সম্পর্কের পথে সমস্যা নয় জেরুসালেম​

গত এক বছরে যে দু’দেশের প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে আরও কাছাকাছি এসেছেন, ইজরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রথম দু’টি দিনেই তার পর্যাপ্ত প্রমাণ মিলেছে।

রবিবার প্রধানমন্ত্রী মোদী তাঁর বাসভবনে ব্যক্তিগত ভাবে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারাকে। এ দিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি বৈঠক শুরুর আগেও নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘‘আমি আর সারা মুম্বইয়ে গিয়ে বলিউড তারকাদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’’

গত বছর সরকারি সফরে ইজরায়েলে গিয়ে তেল আভিভ বিমানবন্দরে নেমেই অভ্যর্থনা জানাতে আসা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলিঙ্গন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘ভারত ও ইজরায়েলের বৈবাহিক সম্পর্কটা স্বর্গেই ঠিক হয়েছে!’’

রবিবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইজরায়েলি প্রধানমন্ত্রীকে ফের ‘বেয়ার হাগ’ করেন প্রধানমন্ত্রী মোদী।

তবে এত কিছুর পরেও জেরুসালেম প্রশ্নে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে ইজরায়েলের বিপক্ষে ভারতের ভোট পড়ায় তিনি ‘হতাশ’ বলে জানিয়েছেন। সঙ্গে অবশ্য এও জুড়ে দিয়েছেন, ‘‘তা সত্ত্বেও এই সফর দু’টি দেশকে বিভিন্ন ক্ষেত্রে আরও কাছাকাছি এনে দেবে বলেই আমার বিশ্বাস।’’

israel India Narendra Modi Benjamin Netanyahu ইজরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy