Advertisement
২০ এপ্রিল ২০২৪
Aviation Ministry

উড়ানের প্রশ্নে সাইট-বিভ্রাট

বাধ্য হয়ে মন্ত্রক বুধবার দুপুরে টুইট করে জানাল, একসঙ্গে অসংখ্য মানুষ ঢুকে পড়ায় ওয়েবসাইট বসে গিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০৪:৫২
Share: Save:

বিমান মন্ত্রক মঙ্গলবার ঘোষণা করেছিল, বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আসতে ৭ থেকে ১৩ মে ৬৪টি উড়ান চালানো হবে। তার কয়েক ঘণ্টা পরেই কার্যত বসে গেল মন্ত্রকের ওয়েবসাইট। প্রশ্ন বর্ষণ শুরু করলেন বহু মানুষ। বাধ্য হয়ে মন্ত্রক বুধবার দুপুরে টুইট করে জানাল, একসঙ্গে অসংখ্য মানুষ ঢুকে পড়ায় ওয়েবসাইট বসে গিয়েছে। ওই সব উড়ানের সবিস্তার তথ্য এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

তার পরেও রি-টুইট করে অনেকে প্রশ্ন চালিয়ে যেতে থাকেন। বিদেশ থেকে ভারতীয়দের ফিরে আসার বিষয়ে প্রশ্ন তো ছিলই। ভারত থেকে বিদেশে যাওয়া নিয়েও অসংখ্য প্রশ্ন আছড়ে পড়ে টুইটার অ্যাকাউন্টে। বিদেশে পাকাপাকি ভাবে বাস করেন বা জরুরি কাজে বিদেশ যেতে হবে, এমন অনেক ভারতীয় এ দেশে আটকে আছেন। তাঁরা চাইলে ওই সব উড়ানে টাকা দিয়ে এবং প্রমাণপত্র দেখিয়ে ফিরে যেতে পারবেন।

ভুবনেশ্বরের এক যুবতী জানতে চান, তাঁর শহর থেকে এমন উড়ান না-থাকায় তাঁকে দিল্লি যেতে হবে। কিন্তু যাবেন কী ভাবে? বিদেশের উড়ান ধরতে কি প্রতিটি শহর থেকে দিল্লি যাওয়ার বিশেষ উড়ান চালানো হবে? যে-বারোটি দেশে আটকে পড়া ভারতীয়দের আনার কথা ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় কানাডার নাম নেই। কেন নেই? সেখান থেকে টুইট করে প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুন: ‘বিপদ বুঝলেও আম আদমির কথা ভাবেননি মোদী’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aviation Ministry Website India Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE