Advertisement
২০ এপ্রিল ২০২৪
India Lockdown

এক গুচ্ছ সুপারিশ ইউজিসি-র

ইউজিসি স্পষ্ট করে দিয়েছে যে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি সুবিধা-অসুবিধা বুঝে এই পরামর্শ রদবদলও করতে পারে।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৩:০৮
Share: Save:

করোনা-পরিস্থিতি সামাল দিতে পরীক্ষার সময়, নতুন শিক্ষাবর্ষ ইত্যাদি কী হতে পারে, সেই বিষয়ে বিশেষজ্ঞ কমিটির জমা দেওয়া রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছিল ২৭ এপ্রিল। তার ভিত্তিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এক গুচ্ছ সুপারিশ পাঠাল ইউজিসি। যেখানে আপাতত অন্তর্বর্তী সিমেস্টার অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমেই সেরে ফেলার কথা বলা হয়েছে। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা খুলবে সম্ভবত সেই অগস্টে। তবে ইউজিসি স্পষ্ট করে দিয়েছে যে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি সুবিধা-অসুবিধা বুঝে এই পরামর্শ রদবদলও করতে পারে। তবে সব ক্ষেত্রেই পারস্পরিক দূরত্বের নিয়ম মানা জরুরি।

এক ঝলকে সুপারিশ

• অন্তর্বর্তী সিমেস্টারের পড়ুয়াদের মূল্যায়ন ইন্টারনাল পরীক্ষা এবং আগের সিমেস্টারের নম্বরের ভিত্তিতে। করোনামুক্ত রাজ্যে অবশ্য পরীক্ষা নেওয়া যেতে পারে জুলাইয়ে।

• চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা হতে পারে জুলাইয়ে।

• শিক্ষাবর্ষ ও পরীক্ষা সম্পর্কে সমস্যা মোকাবিলায় সব বিশ্ববিদ্যালয়ে বিশেষ কমিটি বা সেল। সেল ইউজিসি-তেও।

• শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরে সপ্তাহে ছ’দিন ক্লাসের কথা ভাবা যেতে পারে।

পরীক্ষা-পরামর্শ

• তিন ঘণ্টার বদলে দু’ঘণ্টা পরীক্ষা হতে পারে। এমনকি অনলাইনেও।

• স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা বিকল্প শিক্ষাবর্ষ (সবিস্তার পৃঃ ৫) অনুযায়ী নেওয়া যেতে পারে।

• অন্তর্বর্তী সিমেস্টারে ৫০% নম্বর আগের সিমেস্টারের নম্বরের ভিত্তিতে ঠিক হতে পারে। বাকিটা ইন্টারনাল পরীক্ষায়। আগের সিমেস্টারের নম্বর না-থাকলে (যেমন প্রথম বর্ষে) পুরোটা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। পড়ুয়া গ্রেড বা নম্বর বাড়াতে চাইলে, পরের সিমেস্টারে বিশেষ পরীক্ষা।

• তবে পরীক্ষার এই নিয়ম শুধু এই শিক্ষাবর্ষের (২০১৯-২০) জন্যই।

গবেষণায়

• এম ফিল এবং পিএইচ ডি পড়ুয়াদের বাড়তি ছ’মাস সময়।

• লকডাউনের সময়ে পড়ুয়া ও রিসার্চ স্কলারদের ক্লাসে উপস্থিত ধরা হবে।

• গবেষণাগারে পরীক্ষা বা ফিল্ড স্টাডির বদলে আপাতত সেকেন্ডারি ডেটার ভিত্তিতে কাজ করতে উৎসাহ।

• অনেক মৌখিক মূল্যায়ন সারা যেতে পারে অনলাইনে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Lockdown Coronavirus UGC Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE