Advertisement
E-Paper

অভিনন্দনকে দক্ষ পাইলট বানিয়েছিল ইউপিএ জমানাই, টুইটে কৃতিত্ব দাবি খুরশিদের

সেই দক্ষ বায়ুসেনা অফিসারকে গড়ে তোলার কৃতিত্বটা কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জমানারই বলে দাবি করলেন খুরশিদ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১৪:৩৯
প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। - ফাইল ছবি।

প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। - ফাইল ছবি।

কৃতিত্বের দাবি করার জন্য সময়টা বেছে নিতে বড় ভুল করে ফেললেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ! ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সাহস, বীরত্ব নিয়ে যখন আবেগে তোলপাড় গোটা দেশ, আপ্লুত বিশ্বের নানা প্রান্তের মানুষ, তখন সেই দক্ষ বায়ুসেনা অফিসারকে গড়ে তোলার কৃতিত্বটা কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জমানারই বলে দাবি করলেন খুরশিদ।

শনিবার তাঁর একটি টুইটে খুরশিদ লেখেন, ‘‘উইং কম্যান্ডার অভি (অভিনন্দন) বর্তমানকে অনেক অনেক অভিনন্দন। শত্রুদের আগ্রাসনের মুখে উনিই ভারতের প্রতিরোধের প্রতীক। আস্থার প্রতীক। ভরসার প্রতীক। তখন ইউপিএ জমানা। ২০০৪ সালে উনি যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনায়। তার পর যুদ্ধবিমানের এক জন সুদক্ষ চালক হিসেবে তিনি গড়ে উঠেছিলেন ইউপিএ জমানাতেই।’’

ওই টুইটের পর হাসাহাসি শুরু হয়ে যায় রাজনীতিক মহলে। বলাবলি শুরু হয়, ‘‘ভোট সামনে বলে এই ভাবে অভিনন্দনকে ব্যবহার করতে শুরু করল কংগ্রেস!’’

আরও পড়ুন- ‘আর ৭৩ সিলেক্টেড’, পাক যুদ্ধবিমানকে ধ্বংসের আগে এই বার্তা দেন অভিনন্দন​

আরও পড়ুন- বিমানবন্দরে জওয়ানের দেহ, মোদীর সভা বলে গেলেন না নীতীশ-সহ এনডিএ নেতারা​

তবে এ বার এমন টুইট কংগ্রেসের তরফে করা হয়নি। ব্যক্তিগত ভাবে ওই টুইট করেছেন খুরশিদ। তবে তিনি তো কংগ্রেসের অন্যতম প্রধান মুখও।

গত বছরের ফেব্রুয়ারিতে আরও বেশি মুখ পুড়েছিল কংগ্রেসের! ওই সময় বিদেশে রহস্যজনক মৃত্যু হয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী কপূরের। যে রহস্যের জট এখনও খোলেনি। ওই সময় গোটা দেশ যখন শ্রীদেবীর শোকে মুহ্যমান, তখনই কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় একটি টুইট। যে টুইটের শেষ লাইনে লেখা ছিল, ‘‘২০১৩ সালে ইউপিএ জমানাতেই শ্রীদেবী পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন।’’

ওই টুইটের পর এতটাই সমালোচনা হয় সর্বত্র যে, কিছু ক্ষণের মধ্যে ওই লাইনটি বাদ দিয়ে দেয় কংগ্রেস। কোনও কারণ বা দুঃখপ্রকাশ ছাড়াই!

Abhinandan Salman Khurshid UPA Era অভিনন্দন সলমন খুরশিদ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy