Advertisement
১৫ ডিসেম্বর ২০২৪
Raj Thackeray

ফের হতে পারে পুলওয়ামার মতো হামলা, মন্তব্য রাজ ঠাকরের

পুলওয়ামার মতো হামলা হতে পারে খুব তাড়াতাড়ি, আর তা হতে পারে লোকসভা ভোটের আগেই। এমনই বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা (এমএনএস) সুপ্রিমো রাজ ঠাকরে।

রাজ ঠাকরে। ফাইল চিত্র।

রাজ ঠাকরে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১০:৫৭
Share: Save:

পুলওয়ামার মতো হামলা হতে পারে খুব তাড়াতাড়ি, আর তা হতে পারে লোকসভা ভোটের আগেই। এমনই বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা (এমএনএস) সুপ্রিমো রাজ ঠাকরে

শনিবার এমএনএসের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন রাজ। সেখানেই এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা জওয়ানদের অবমাননা করছেন। পুলওয়ামায় হামলায় ৪৯ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। অথচ, ২০১৮ সালের ডিসেম্বরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ হয়েছিল।

রাজের প্রশ্ন, ভারতের বিমান হানায় কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব কেন? এমনকি উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এত সহজে কী ভাবে ফিরে এলেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। নির্বাচন জেতার জন্য পর পর মিথ্যা কথা বলে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাও বলেন রাজ।

ভারতে জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?

তাঁর কথায়, কয়েক মাসের মধ্যেই পুলওয়ামা হামলার মতো আরও একটি হামলার পরিকল্পনা করা হতে পারে। এই হামলা যে ভোটের আগে হবে, তেমন দাবিও করেছেন রাজ। এমনকি তাঁর কথা ‘মিলিয়ে নেওয়া’র পরামর্শও দিয়েছেন এই নেতা।

আরও পড়ুন: বিলেতে নয়া ব্যবসা নীরবের! প্রশ্নের মুখে অবশ্য তিনি ছিলেন নীরবই

রাজ ঠাকরের দাবি, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ রূপে নিজেদের নীতি প্রণয়নে ব্যর্থ। এমনকী রাম মন্দির ও অযোধ্যা ইস্যু নিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: শহরে আটক ১০০০ কেজি বিস্ফোরক ভর্তি ম্যাটাডর!​

অন্য বিষয়গুলি:

Raj Thackeray Narendra Modi Pulwama Pulwama Attack Pulwama Terror Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy