Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কূটনৈতিক পদক্ষেপেও গুরুত্ব দিচ্ছেন অরূপ

বালাকোটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে আসার পর ভারতীয় বায়ুসেনার সাফল্যকে ‘নন-মিলিটারি অ্যাকশন’ বলে জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার পাকিস্তান বায়ুসেনা পাল্টা আঘাত হেনেছে। ভারতের এক যুদ্ধবিমানের পাইলটও এখন পাকিস্তানে বন্দি।

বায়ুসেনা প্রধান অরূপ রাহা।

বায়ুসেনা প্রধান অরূপ রাহা।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৩
Share: Save:

পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তান যদি নির্বুদ্ধিতার পরিচয় দেয়, তা হলে তাদের উপযুক্ত জবাব পেতে হবে বলে মনে করেন দেশের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। তাঁর কথায়, ‘‘যদি পাকিস্তানি সেনা আমাদের সেনা ঘাঁটি বা পরিকাঠামো টার্গেট করে, সে ক্ষেত্রে ভারতের কাছে প্রত্যাঘাত করা ছাড়া অন্য পথ নেই। উত্তেজনা ছড়াতে চাইলে ইসলামাবাদকে খেসারত দিতে হবে।’’

বালাকোটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে আসার পর ভারতীয় বায়ুসেনার সাফল্যকে ‘নন-মিলিটারি অ্যাকশন’ বলে জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার পাকিস্তান বায়ুসেনা পাল্টা আঘাত হেনেছে। ভারতের এক যুদ্ধবিমানের পাইলটও এখন পাকিস্তানে বন্দি।

এই পরিস্থিতিতে প্রাক্তন বায়ুসেনা প্রধান জানান, সামরিক পদক্ষেপের সঙ্গে সঙ্গে কূটনৈতিক পদক্ষেপে জোর দিতে হবে। অন্য দেশকে সঙ্গে নিয়ে পাকিস্তানের উপর চাপ তৈরি করতে হবে। আর্থিক ভাবেও পাকিস্তানকে দুর্বল করার দিকে নয়াদিল্লিকে ভাবতে হবে বলে মনে করেন তিনি।

অরূপবাবু মনে করেন, ভারতের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ করার ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই। সেই কারণে অসম যুদ্ধে তারা আবার জঙ্গি ঢোকাতে পারে। তাতে কম খরচে নিরীহ মানুষের প্রাণ নেওয়ার খেলায় মেতে থাকা যায়। অতীতে যে ভাবে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুতে জঙ্গি হানা হয়েছে, তেমন পরিকল্পনা আবার করা হতে পারে বলে প্রাক্তন বায়ুসেনা প্রধানের আশঙ্কা। তাঁর কথায়, ‘‘গোয়েন্দা সংস্থাগুলির দায়িত্ব বেড়ে গেল। আগাম খবর জোগাড় করে জঙ্গিদের মেরে ফেলার পাল্টা ছক আমাদেরও তৈরি রাখতে হবে।’’

প্রাক্তন বায়ুসেনাপ্রধান জানান, পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করলেও লাভ হয়নি। ফলে নির্দিষ্ট খবরের ভিত্তিতে বালাকোটে গিয়ে পাল্টা আঘাত হানা ছাড়া উপায় ছিল না। তাঁর কথায়, ‘‘এরপরও বাড়াবাড়ি করলে পাল্টা আঘাতের জন্য তৈরি থাকুক ইসলামাবাদ। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট শক্তিশালী। পাকিস্তানের সে কথা মাথায় রাখা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Air Force Arup Raha India Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE