জম্মুর একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা। মৃত্যু হয়েছে ১ জনের, আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মৃতের নাম মহম্মদ শারিক (১৭)। ঘটনার পিছনে হিজবুল মুজাহিদিন গোষ্ঠী রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান গোয়েন্দাদের। জম্মু কাশ্মীর পুলিশের আইজি এম কে সিংহ বলেন, বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩২। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জম্মু বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে বুধবার বেলা ১২টা নাগাদ গ্রেনেড হামলা হয়। বিস্ফোরণের জেরে পুরো বাসটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। আহত হন অনেকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে এক জনের মৃত্যু হয়।
ভিড় বাসস্ট্যান্ডেই ইচ্ছাকৃত ভাবে হামলা করা হয়েছে, জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে গোটা এলাকায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মারাত্মক শব্দে কেঁপে উঠেছিল বাসস্ট্যান্ড। ভেবেছিলাম টায়ার ফাটার শব্দ। পরে বুঝলাম বিস্ফোরণ হয়েছে। আহতদের স্থানীয় বাসিন্দারাই হাসপাতালে নিয়ে গিয়েছেন।’’