Advertisement
E-Paper

পুলওয়ামা হামলার সময় সরকারি ওয়েবসাইটে হানা দিয়েছিল পাক হ্যাকাররা

হামলা শুধু কাশ্মীর সীমান্তেই থেমে নেই, হামলা সাইবার দুনিয়াতেও। ইন্দো-পাক দ্বন্দ্ব সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে সরকারি ওয়েবসাইটেও

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৩:৩৬
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

হামলা শুধু কাশ্মীর সীমান্তেই থেমে নেই, হামলা সাইবার দুনিয়াতেও। ইন্দো-পাক দ্বন্দ্ব সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে সরকারি ওয়েবসাইটেও।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে পাক হ্যাকারদের সাইবার হামলা ঠেকাতে। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, প্রায় ৯০টি সরকারি ওয়েবসাইট ও ক্রিটিক্যাল সিস্টেমে পুলওয়ামার হামলার কয়েক ঘণ্টার মধ্যে হ্যাকিংয়ের চেষ্টা চালায় পাকিস্তানি হ্যাকার। এক সরকারি আধিকারিক বলেন, ‘‘ওই সময়টায় অতি ব্যস্ত সিস্টেমে হামলা চালানোর অতিরিক্ত প্রবণতা দেখা গিয়েছে।’’

ওই সাইবার হানা এতটাই মারাত্মক ছিল যে ভারতের তরফে ‘কঠোরতম ব্যবস্থা’ নিতে হয়, জানান অপর এক আধিকারিক। তিনি আরও বলেন, ‘‘ফায়ারওয়ালের নিরাপত্তা ভেদ করতে পারেনি হামলাকারীরা, ফিনান্সিয়াস সিস্টেম, পাওয়ার গ্রিড ম্যানেজমেন্টই ছিল সাইবার হানাদারদের মূল লক্ষ্য।’’

আরও পড়ুন: যুদ্ধবিমান থেকে ইজেক্ট করেছিলেন অভিনন্দন, এতে কতটা প্রাণের ঝুঁকি জানলে চমকে উঠবেন

তবে ভারতের নেটওয়ার্কে হানাটা শুরু হয়েছে প্রতিবেশী বাংলাদেশের দিক থেকে, এ কথা উল্লেখ করে সরকারি ওই আধিকারিক বলেন, ‘‘যে রকম পরিকল্পনামাফিক সাইবার হানা চালানো হয়েছে, তাতে বাংলাদেশের সহায়তা যে ছিল তা নিশ্চিত।’’

আরও পড়ুন: আমরা লক্ষ্যে আঘাত করেছি, মৃতের সংখ্যা জানাতে পারবে সরকার, বললেন বায়ু সেনা কর্তা​

‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়রস’ কোনও ভাবেই যাতে লঙ্ঘন করা না হয়, সে বিষয়ে কড়া নির্দেশিকাও জারি করা হয়েছে। তবে কোন সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখছে, পাল্টা সাইবার হানাই বা কী ভাবে করা হবে, সে বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। তবে এ জাতীয় সাইবার হানায় পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানিয়েছে সূত্র।

আরও পড়ুন: মূত্র সঞ্চয় করুন, দেশে ইউরিয়া আমদানি করতে হবে না! ফর্মুলা দিলেন গডকড়ী

তথ্য চুরি করতেই এ জাতীয় ঝামেলা পাকানোর চেষ্টা চলছে, শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ারও চেষ্টা চলছে। রাজৌরি সেক্টরের বাসিন্দারা একেবারে বিপন্ন, মারাত্মক ক্ষতি হয়েছে ওই এলাকার, এমন একটা গুজবও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলেছে।

Crime Cyber Crime Social Media Tech Technology Website
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy