Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India-Pakistan Conflict

বিকানেরে ঢুকে পড়ল পাক ড্রোন, ক্ষেপণাস্ত্রে ঘায়েল করল বায়ুসেনা

পাকিস্তানের দিকে ওই ড্রোনের ধ্বংসাবেশষ গিয়ে পড়ে বলে খবর।

এর আগে কচ্ছে এই ধরনের একটি ড্রোন ধ্বংস করে বায়ুসেনা।—ফাইল চিত্র।

এর আগে কচ্ছে এই ধরনের একটি ড্রোন ধ্বংস করে বায়ুসেনা।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৯:২৯
Share: Save:

ফের ভারতের আকাশসীমা লঙ্ঘন পাক ড্রোনের। গুজরাতের কচ্ছের পর এ বার রাজস্থানের বিকানেরে। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সীমান্ত পেরিয়ে, ড্রোনটি বিকানেরের নাল সেক্টরে ঢুকে পড়ে বলে দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের।

জানা গিয়েছে, বায়ুসেনার রাডারে সেটি ধরা পড়তে সঙ্গে সঙ্গে স্বল্প পাল্লার ডার্বি ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করে দেয় বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। যার পর পাকিস্তানের দিকে ওই ড্রোনের ধ্বংসাবেশষ গিয়ে পড়ে বলে খবর। সকাল সাড়ে ১১টা নাগাদ ঘরসানা সীমান্তের কাছে শ্রীগঙ্গানগরে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষীবাহিনী।তবে বায়ুসেনার তরফে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, ওই ড্রোনটি পাকিস্তানে সীমান্তবর্তী ফোর্ট আব্বাস এলাকায় ভেঙে পড়ে।

এএনআইয়ের টুইট।

এর আগে, পুলওয়ামা হামলার পর ভারতের প্রত্যাঘাত নিয়ে আন্তর্জাতিক মহল যখন উত্তাল, সেই সময় গত সপ্তাহে গুজরাতের কচ্ছে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE