বালোচিস্তানের ঘটনায় ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা করছিল পাকিস্তান। পাকিস্তানের ওই অভিযোগ নস্যাৎ করে কড়া বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়েছে, বালোচিস্তানের খুজদারের ঘটনায় ভারত-যোগ নিয়ে পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গোটা বিশ্বের সন্ত্রাসবাদের উৎসস্থল হল পাকিস্তান। নিজেদের সেই ভাবমূর্তি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে ইসলামাবাদ। নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতকে দোষারোপ করা পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু তাদের এই চাল ব্যর্থ হয়েছে।
বুধবার সকালে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে খুজদারে একটি স্কুলবাসে বোমা বিস্ফোরণ হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ অনুসারে, বাসটিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা-হামলা হয়। বিস্ফোরণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ধরনের যে কোনও ঘটনায় মৃত্যুতে ভারত শোক প্রকাশ করে। তবে পাকিস্তান যে ভাবে এই ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলছে, তার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।
আরও পড়ুন:
বস্তুত, পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ দীর্ঘ দু’দশক ধরে অশান্ত। গত কয়েক মাসে পাকিস্তানের পুলিশ এবং সেনাবাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ।
বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সে দেশের নিরাপত্তা বাহিনীর প্রায়শই এমন সংঘাত লেগে থাকে। রবিবারও বালোচিস্তানের কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটে এক বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়। এরই মধ্যে রবিবার ফের বালোচিস্তানের খুজদারে বিস্ফোরণ হয়।