Advertisement
E-Paper

পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বিরল মর্যাদা শাহবাজ মন্ত্রিসভার, দেওয়া হল ফিল্ড মার্শাল পদ

প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন মুনির। ইয়াহিয়া খান, জিয়াউল হক, পারভেজ মুশারফের মতো সেনাশাসকও এই পদ পাননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ২০:০২
Pakistan PM Shehbaz Sharif’s cabinet approved the promotion of Chief of Army Staff General Asim Munir to Field Marshal

(বাঁ দিকে) আসিম মুনির এবং শাহবাজ শরিফ ( ডান দিকে)। —ফাইল চিত্র।

পাক সেনার ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাঁকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির ‘পাঁচ তারা জেনারেল’ পদ পেলেন।

২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৬ মে রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটিতে হানা দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। জবাবে মুনিরের সেনা শুরু করেছিল ‘অপারেশন বুনিয়ান মাসসুস’। পাক সেনার নথিতে ভারতের সঙ্গে এই সংঘাতপর্বের ‘মারকা-ই-হক’ নামে চিহ্নিত করা হয়েছে। পাক সংবাদপত্র ‘দ্য ডন’-এর দাবি, সেই সংঘাতপর্বে ভারতীয় সেনার বিরুদ্ধে সাফল্য পেয়েছে পাক ফৌজ। তাই সেনাপ্রধানকে এই পুরস্কার।

১৯৫৮ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরে আয়ুব নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছিলেন। সেই অর্থে মুনির হলেন পাক সেনার ইতিহাসে প্রথম অফিসার যাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করল অসামরিক নির্বাচিত সরকার। প্রসঙ্গত, ভারতীয় সেনার ইতিহাসেও এ পর্যন্ত দু’জন সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন— ১৯৭১ সালের যুদ্ধিবিজয়ী স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ এবং স্বাধীন ভারতের সেনাবাহিনীর প্রথম ‘কমান্ডার-ইন চিফ’ কোডান্ডেরা মাডাপ্পা কারিয়াপ্পা।

General Asim Munir Shehbaz Sharif Operation Sindoor 2025 Operation Sindoor Pakistan Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy