Advertisement
E-Paper

হঠাৎ আপৎকালীন প্রস্তুতিতে ভারত, বিপুল পরিমাণ অস্ত্র কেনা হল

আপৎকালীন ভিত্তিতে রাশিয়া এবং ইজরায়েলের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র কিনল ভারত। দফায় দফায় সেই সব অস্ত্র আকাশপথে ভারতে আনা হচ্ছে বলে একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। বিপুল সংখ্যক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, রকেট লঞ্চার, বোমা, গ্রেনেড লঞ্চার এবং চালকবিহীন উড়ন্ত যান ভারত কিনেছে বলে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১৮:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আপৎকালীন ভিত্তিতে রাশিয়া এবং ইজরায়েলের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র কিনল ভারত। দফায় দফায় সেই সব অস্ত্র আকাশপথে ভারতে আনা হচ্ছে বলে একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। বিপুল সংখ্যক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, রকেট লঞ্চার, বোমা, গ্রেনেড লঞ্চার এবং চালকবিহীন উড়ন্ত যান ভারত কিনেছে বলে খবর। এত জরুরি ভিত্তিতে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কেনার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে। ভারত কি কোনও জরুরি পরিস্থিতির কথা ভেবে প্রস্তুতি নিচ্ছে? ওয়াকিবহাল মহলের ইঙ্গিত সে রকমই

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, রাশিয়া এবং ইজরায়েলের সঙ্গে আলাদা আলাদা করে আলোচনা করার জন্য মন্ত্রক তথা বাহিনীর পদস্থ কর্তাদের নিয়ে দু’টি আলাদা কমিটি গড়ে দেওয়া হয়েছিল। সেই দুই কমিটির সদস্যরা রাশিয়া ও ইজরায়েলে গিয়ে অস্ত্র চুক্তি করেছেন। দর কষাকষি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাঁদেরই দেওয়া হয়েছিল। প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে দীর্ঘ দর কষাকষির যে প্রচলিত রীতি রয়েছে, তাতে প্রক্রিয়া অনেক বিলম্বিত হয়। সেই দেরি এড়াতেই দু’টি কমিটি গ়ড়া হয় এবং তাদের হাতেই সব ক্ষমতা দিয়ে দেওয়া হয় বলে খবর। সব মিলিয়ে মোট ২০০০ কোটি টাকারও বেশি মূল্যের অস্ত্রশস্ত্র কেনার চুক্তি ভারত সেরে ফেলেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর।

এই দফায় ভারত প্রচুর অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল কিনেছে বলে খবর (প্রতীকী ছবি)।

রাশিয়ার কাছ থেকে কী কেনা হয়েছে?

কয়েক হাজার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল বা ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলি টি-৯০ ট্যাঙ্কের ইঞ্জিন (এই ট্যাঙ্ক ভারতীয় বাহিনীর মূল ব্যাটল ট্যাঙ্ক), ট্যাঙ্কের নানা অংশ, বিপুল সংখ্যক মাল্টিব্যারেল রকেট লঞ্চার ও অন্যান্য অস্ত্রশস্ত্র।

ইজরায়েলের কাছ থেকে কী কেনা হয়েছে?

বিভিন্ন ধরনের অত্যাধুনিক আনম্যানড এরিয়াল ভেহিকল বা চালবিহীন উড়ন্ত যান এবং ভারতীয় নৌসেনার জন্য বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র।

নৌসেনার জন্য ইজরায়েলের কাছ থেকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কেনা হয়েছে বলে জানা গিয়েছে (প্রতীকী ছবি)।

যে মার্কিন সংবাদমাধ্যম ভারতের এই অস্ত্র কেনার খবর প্রকাশ্যে এনেছে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে তারা সব অস্ত্রের নাম বা প্রকৃতি সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করেনি। তবে জানা গিয়েছে যে উপরোক্ত অস্ত্রশস্ত্র ছাড়াও সেনাবাহিনীর গাড়ি এবং ট্যাঙ্কগুলিকে প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচানোর মতো রক্ষাকবচ, উচ্চক্ষমতা সম্পন্ন বোমা, সৈনিকদের সুরক্ষাকবচ এবং অত্যাধুনিক গ্রেনেড লঞ্চারও কেনা হয়েছে।

আরও পড়ুন: যে কোনও সময় ভারত মহাসাগরে ঢুকতে পারে চিন: মার্কিন সতর্কবার্তা

এত গোপনে এবং এত তড়ঘড়ি এই বিপুল পরিমাণ অস্ত্র কেন কিনল ভারত? এই প্রশ্নকে ঘিরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সেনাবাহিনী সূত্রের খবর, সার্জিক্যাল স্টাইকের পর থেকে পাকিস্তানের তরফে সামরিক তৎপরতা যে ভাবে দ্রুত বাড়ছে, তা খুব স্বাভাবিক চিত্র নয়। তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে। সেই কারণেই জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কেনা হয়েছে এবং আকাশপথে তা দেশে নিয়ে আসা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অবশ্য অস্ত্র কেনার বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।

India Defence Israel Russia Arms Deal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy