Advertisement
E-Paper

লক্ষ্যভেদে সফল হল অগ্নি-৫, এ বার সেনার তত্ত্বাবধানে পরীক্ষা দেশের সেরা ক্ষেপণাস্ত্রের

‘ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ অগ্নি-৫ পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বহন করতে পারে পরমাণু অস্ত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ২২:০৯
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র।

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত।

দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে উন্নত সমরাস্ত্র তৈরির যে সরকারি প্রকল্প, সেই ‘মিশন দিব্যাস্ত্র’-র অঙ্গ হিসাবেই এই পরীক্ষা হয়েছে ওড়িশার বালেশ্বর জেলার চাঁদিপুর উপকূলে।

‘ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ অগ্নি-৫ পাঁচ হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ, ভারত থেকেই এই ক্ষেপণাস্ত্র চিনের রাজধানী বেজিং‌ঙে আঘাত হানতে পারে! আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়া ছাড়া আর কোনও দেশের হাতে এই পাল্লার ক্ষেপণাস্ত্র নেই। এক সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে সমর্থ এই ক্ষেপণাস্ত্র।

৫০ হাজার কিলোগ্রাম ওজনের প্রায় সাড়ে ১৭ মিটার লম্বা ‘অগ্নি-৫’ (ব্যাস সাড়ে ৬ ফুটের কিছু বেশি)-এর ‘ওয়ারহেড’ বহন করতে পারে দেড় হাজার কিলোগ্রাম ওজনের অ-পরমাণু বিস্ফোরক অথবা পরমাণু অস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড (এসএফসি)-র অস্ত্রভাঁড়ারে ঠাঁই পাবে সেটি। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) গত এক বছরে একাধিক স্বাধীন ভাবে লক্ষ্যবস্তুযোগ্য রি-এন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) প্রযুক্তি ব্যবহার করে অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালিয়েছিল। বুধবার এসএফসি-র তত্ত্বাবধানে সেই পরীক্ষা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।

Ballistic Missile Ballistic Missile Test Nuclear Ballistic Missile Agni-5 Agni-5 Bunkar Buster Missile Missile DRDO Defence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy