Advertisement
০২ মে ২০২৪
National

কাশ্মীর নয়, সন্ত্রাস নিয়েই কথা, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

জম্মু-কাশ্মীর নয়, আপাতত শুধু সন্ত্রাস নিয়েই ইসলামাবাদের সঙ্গে কথা বলতে চায় দিল্লি। কারণ, সীমান্তপার সন্ত্রাসই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ১৮:২৪
Share: Save:

জম্মু-কাশ্মীর নয়, আপাতত শুধু সন্ত্রাস নিয়েই ইসলামাবাদের সঙ্গে কথা বলতে চায় দিল্লি। কারণ, সীমান্তপার সন্ত্রাসই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।

দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নতুন করে শুরু করার জন্য ইসলামাবাদের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে বুধবার এ কথা জানিয়ে দিল দিল্লি। ফের বিদেশসচিব পর্যায়ের বৈঠক শুরু করার জন্য পাকিস্তানের বিদেশসচিব আইজাজ আহমেদ চৌধুরীর দেওয়া প্রস্তাবের জবাবে বুধবার ভারতের বিদেশসচিব এস জয়শঙ্কর জানিয়েছেন, সেই আলোচনাটা যদি শুধু সীমান্তপার সন্ত্রাস আর অনুপ্রবেশের বিষয়েই সীমাবদ্ধ থাকে, তা হলেই তিনি যেতে পারেন ইসলামাবাদে। কিন্তু সেই বৈঠকে কোনও ভাবেই জম্মু-কাশ্মীর ইস্যু তোলা যাবে না। কারণ, সেটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ইসলামাবাদে ভারতের হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালের মাধ্যমে বিদেশসচিবের এই লিখিত বক্তব্য এ দিন পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের তরফে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- পাক সফর বাতিল করে দিলেন জেটলি, বেনজির ভাষায় আক্রমণে পর্রীকরও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE