২০ বছর পর বিমান অপহরণের বদলা নিল ভারত! পাকিস্তানে ঢুকে কন্দহর বিমান অপহরণের মূল চক্রীকে নিকেশ করে এল ভারতের যুদ্ধবিমান মিরাজ ২০০০!
ইউসুফ আজহার। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারের শ্যালক। মঙ্গলবার ভোরে বায়ুসেনার প্রত্যাঘাতে বালাকোটে মৃত্যু হয়েছে এই জইশ জঙ্গি নেতার। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান অপহরণ করে কন্দহর নিয়ে গিয়েছিল জঙ্গিরা। ইউসুফই ২০ বছর আগের সেই বিমান অপহরণের অন্যতম চক্রী ছিল। জইশ জঙ্গিরা ভারতীয় বিমান আইসি ৮১৪ হাইজ্যাক করেছিল তার নেতৃত্বেই। পরে ভারতীয় সেনা ইউসুফকে গ্রেফতার করে। কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান যাত্রীদের প্রাণের বিনিময়ে জইশ নেতা ইউসুফকে তখন মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত।