Advertisement
E-Paper

জঙ্গি ঢোকানোর চেষ্টা, ভারতীয় সেনা আটকে দিতেই কাশ্মীরে চলল গুলি, অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত এক জওয়ান

জম্মু ও কাশ্মীরের উরিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে নিহত হলেন ভারতীয় সেনার এক জওয়ান। মঙ্গলবার বেশি রাতের দিকে বারামুল্লা জেলায় উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৩:১৮
Indian Army foils infiltration attempt at Line of Control at Uri Sector, soldier dies

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর টহল। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরের উরিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা আটকাতে গিয়ে নিহত হলেন ভারতীয় সেনার এক জওয়ান। মঙ্গলবার বেশি রাতের দিকে বারামুলা জেলায় উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণরেখার কাছে একটি সীমান্ত চৌকিতে হামলার ছক ছিল জঙ্গিদের। তবে সেনাবাহিনীর সতর্কতার ফলে সেই চেষ্টা ব্যর্থ হয়।

অনুপ্রবেশকারীদের ভারতীয় সেনা আটকানোর চেষ্টা করতেই সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের দিক থেকে গুলি ছোড়া শুরু হয়। ওই সময়েই সংঘর্ষে এক জওয়ান নিহত হন। সেনা সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, এই অনুপ্রবেশের চেষ্টা সাম্প্রতিক অতীতের অন্য অনুপ্রবেশের চেষ্টাগুলি থেকে অনেকটাই আলাদা। পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় ‘বর্ডার অ্যাকশন টিম’ (ব্যাট) থেকে অতীতে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীদের সাহায্য় করার অভিযোগ উঠেছে। এই অনুপ্রবেশের ধরনও অনেকটা সে দিকেই ইঙ্গিত করছে।

যদিও অপর একটি সূত্র জানাচ্ছে, এই অনুপ্রবেশের চেষ্টার সঙ্গে ‘ব্যাট’-এর যোগ নেই। তবে মঙ্গলবার রাতের এই অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে সরকারি ভাবে সেনার তরফে কোনও ঘোষণা এখনও আসেনি। তবে সেনা সূত্রে সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে গিয়েছে।

পহেলগাঁও হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বার করতেও দফায় দফায় উপত্যকার বিভিন্ন প্রান্তে অভিযান চলেছে। সম্প্রতি শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত তিন জঙ্গি নিহত হয়েছে। তার পরে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে জঙ্গিনিধনের জন্য ভারতীয় সেনা ‘অপারেশন অখল’ শুরু করে। এরই মধ্যে নিয়ন্ত্রণরেখার ও পার থেকে ফের জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করল জঙ্গিরা।

Indian Army Jammu and Kahsmir Kashmir Terror Attack Pahalgam Incident Operation Sindoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy