Advertisement
০২ মে ২০২৪
Indian Army

Helicopter: পঞ্জাব-জম্মু সীমানায় ফের ভেঙে পড়ল সেনা কপ্টার, নিখোঁজ দুই চালক

চলতি বছর জানুয়ারি মাসে পঠানকোট-কাঠুয়া সীমানায় যান্ত্রিক ত্রুটির কারণে সেনার একটি ধ্রুব হেলিকপ্টার ভেঙে পড়েছিল।

ধ্রুব হেলিকপ্টার।

ধ্রুব হেলিকপ্টার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পঠানকোট শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১৬:৪৬
Share: Save:

পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের সীমানাবর্তী রঞ্জিত সাগর জলাধারের উপর ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনার কপ্টার চালক, লেফটেন্যান্ট কর্নেল এ এস ভট্ট এবং তাঁর সহকারী ক্যাপ্টেন জয়ন্ত জোশী নিখোঁজ হয়েছেন।

পাকিস্তান সীমান্তের অদূরের ওই এলাকায় দুই নিখোঁজ সেনা আধিকারিকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সেনা।

পঞ্জাবের পঠানকোট জেলা পুলিশের সুপার সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জম্মুর কাঠুয়া জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা জলাধারের উপর কপ্টারটি ভেঙে পড়ে। সেনা সূত্রের খবর, ২৫৪ নম্বর ‘আর্মি অ্যাভিয়েশন কোর’-এর ওই ধ্রুব হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মানুন ক্যান্টনমেন্ট থেকে রুটিন উড়ান শুরু করেছিল। হঠাৎই চালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চলতি বছর জানুয়ারি মাসে পঠানকোট-কাঠুয়া সীমানায় যান্ত্রিক ত্রুটির কারণে সেনার একটি ধ্রুব হেলিকপ্টার ভেঙে পড়েছিল। ওই ঘটনায় কপ্টার চালকের মৃত্যু হয়, গুরুতর আহত হন তাঁর সহকারী। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিস লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি এই হাল্কা কপ্টার মূলত পাহাড়ি এলাকায় যাতায়াতে ব্যবহার করে ভারতীয় সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE