‘অপারেশন সিঁদুর’ চলাকালীন অভুক্ত জওয়ানদের মুখে খাবার তুলে দিয়েছিল ১০ বছরের ছোট্ট শবন সিংহ। বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চায় সে। তার পড়াশোনার খরচ বহনের ভার নিল ভারতীয় সেনা। রবিবার সেনার তরফে এই ঘোষণা করা হয়েছে।
পঞ্জাবের ফেরোজ়পুরের তারা ওয়ালি গ্রামের বাসিন্দা শবন। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের সঙ্গে ভারত যে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়েছিল, সেই সময়ে শবন সেনা জওয়ানদের সাহায্য করে। পাকিস্তানের দিক থেকে নাগাড়ে গোলাগুলি ছোড়া হচ্ছিল। পঞ্জাবের ওই গ্রাম থেকে তার পাল্টা জবাব দিচ্ছিল ভারত। সেনার বিবৃতি অনুযায়ী, লড়াই চলাকালীন শবন অভুক্ত জওয়ানদের কাছে নিয়ে গিয়েছিল জল, বরফ, চা, দুধ এবং লস্যির মতো খাবার।
আরও পড়ুন:
ছোট্ট শবনের এই দায়িত্বশীলতা এবং মানবিকতায় মুগ্ধ হন জওয়ানেরা। ভারতীয় সেনার গোল্ডেন অ্যারো ডিভিশন তার পড়াশোনার খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে। একাধিক অনুষ্ঠানে ইতিমধ্যে সেনার তরফে শবনের কীর্তির কথা প্রচার করা হয়েছে। তাকে উৎসাহ দেওয়া হয়েছে। প্রশংসায় শবনকে ভরিয়ে দিয়েছেন সেনাকর্তারা। তাকে বলা হচ্ছে সিঁদুর অভিযানের ‘নীরব নায়ক’।
শবন বলেছে, ‘‘আমি বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে চাই। সৈনিক হতে চাই। দেশের সেবা করতে চাই।’’ তার বাবার কথায়, ‘‘আমরা ছেলেকে নিয়ে গর্বিত। জওয়ানেরাও ওকে খুব ভালবাসে।’’ লড়াই চলাকালীন সেনাকে খাবার পৌঁছে দেওয়ার কথা শবনকে কেউ বলে দেননি, দাবি বাবার। সে নিজে থেকেই খাবার নিয়ে তাঁদের কাছে গিয়েছিল। পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা থেকে শবনের গ্রামের দূরত্ব দু’কিলোমিটার।
২২ এপ্রিল পহেলগাঁও হামলার জবাবে গত মে মাসে পাকিস্তানে সেনা অভিযান চালায় ভারত। ধ্বংস করা হয় একাধিক পাক জঙ্গিঘাঁটি। তার পর টানা চার দিন পাক সেনার সঙ্গে ভারতের সংঘর্ষ চলেছে। গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।