মা দেখছিলেন, বাড়ির বাইরেই খেলছে তাঁর ৬ বছরের মেয়ে। ১০ মাসের ছেলেটা হঠাৎ কেঁদে ওঠায় এক বার তাকে খাওয়াতে উঠেছিলেন। আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড শহরে ভারতীয় বংশোদ্ভূত পরিবারটির বাড়ির সামনে ঘটনাটা ঘটে যায় এই সময়ের মধ্যেই।
মা পেশায় নার্স। আট বছর আয়ারল্যান্ডে থাকার পরে সদ্য সে দেশের নাগরিকত্ব পেয়েছেন তাঁরা। একটি আইরিশ সংবাদপত্রকে মা জানিয়েছেন, তাঁর মেয়ে হঠাৎ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। সে এত ভয় পেয়ে গিয়েছিল যে, কথাও বলতে পারছিল না। শেষে মেয়ের এক বান্ধবীর থেকে মা জানতে পারেন, এক দল কিশোর-কিশোরী ঘিরে ধরে তাঁর মেয়েকে শুধু বেধড়ক মারধরই করেনি, সাইকেলের চাকা দিয়ে আঘাতও করেছে তার গোপনাঙ্গে। নিগ্রহকারীদের বয়স ১২ থেকে ১৪ বছর। গত ৪ অগস্টের ঘটনা। তবে মা চান, সাজা নয়, কাউন্সেলিং করে নিগ্রহকারী কিশোরদের ঠিক পথটা চিনিয়ে দেওয়াই ভাল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)