Advertisement
E-Paper

আবার আমেরিকায় যাচ্ছেন ভারতের বাণিজ্যমন্ত্রী, আলোচনায় বাণিজ্যচুক্তি! জট কি কাটবে?

অতীতে বেশ কয়েক বার দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে দু’দেশই এখনও পর্যন্ত একমত হতে পারেনি। সূত্রের খবর, দুগ্ধজাত পণ্য এবং কৃষি ক্ষেত্র নিয়ে আমেরিকার দেওয়া শর্ত মানতে নারাজ ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৬
Indian Commerce Minister Piyush Goyal to visit America

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। — ফাইল চিত্র।

ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে জট এখনও কাটেনি। দিন কয়েক আগেই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি এসেছিল আমেরিকার বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি দল। এ বার আবার এক বার আমেরিকায় যাচ্ছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

শনিবার শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের তরফে পীযূষের মার্কিন সফর নিশ্চিত করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) আমেরিকায় যাবে। বাণিজ্যচুক্তি নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি যাতে দ্রুত সম্পন্ন হয়, সেই পথ আরও মসৃণ করতেই আবার ওয়াশিংটনে আলোচনায় বসছেন দু’দেশের প্রতিনিধিরা। শুধু তা-ই নয়, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দু’দেশের আর্থিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা।

বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩০ জুলাই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অতিরিক্ত ও অনির্দিষ্ট একটি ‘জরিমানা’ (পেনাল্টি)-র কথাও জানিয়েছিলেন ট্রাম্প। এর পরে গত ৬ অগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের উপর আরও ২৫ শতাংশ জরিমানা (অর্থাৎ মোট ৫০ শতাংশ) আরোপ করার কথা ঘোষণা করেন। যা ব্রাজ়িল ছাড়া অন্য সমস্ত দেশের উপর আরোপিত মার্কিন শুল্কের মধ্যে সর্বোচ্চ। গত ২৭ অগস্ট থেকে সেই শাস্তিমূলক শুল্ক কার্যকর হয়েছে। আর তা প্রত্যাহারের পরিকল্পনা যে আমেরিকার নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। সেই আবহে দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা থমকে যায়।

অতীতে বেশ কয়েক বার দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে দু’দেশই এখনও পর্যন্ত একমত হতে পারেনি। সূত্রের খবর, দুগ্ধজাত পণ্য এবং কৃষি ক্ষেত্র নিয়ে আমেরিকার দেওয়া শর্ত মানতে নারাজ ভারত। সেই কারণেই বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার স্পষ্ট করে দিয়েছেন, কৃষকদের স্বার্থের সঙ্গে কখনও আপস করা হবে না। দু’দেশের টানাপড়েনের মধ্যে ট্রাম্প কিছুটা সুর নরম করেন। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। মোদীও একই সুরে জানান, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চায় ভারতও। তার পরেই মার্কিন প্রশাসনের প্রতিনিধি দল ভারত ঘুরে যায়। বাণিজ্যচুক্তি নিয়ে বৈঠক হয়।

এ ব্যাপারে ভারতে আমেরিকার দূতাবাসের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘‘১৬ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে।’’ একই ভাবে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকও বিবৃতি দিয়ে বলে, ‘‘ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির গুরুত্ব স্বীকার করেই বলছি, যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। আগামী দিনের দিকে তাকিয়েই চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষের জন্যই সুবিধাজনক এই বাণিজ্য চুক্তি যাতে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ সেই আবহে এ বার ভারতের বাণিজ্যমন্ত্রী আমেরিকায় যাচ্ছেন।

India-US Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy