নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত নিয়ে এ বার প্রশ্ন তুলল চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিকিৎসার প্যাকেজে কম অর্থ বরাদ্দ রাখা, টাকা মেটাতে দেরি, টাকা মেলার জটিল প্রক্রিয়া— এই সব প্রশ্ন তুলে আইএমএ-র দাবি, এমন জটিলতার কারণেই দেশের হাসপাতালগুলির আর্থিক পরিস্থিতিতে সঙ্কট নেমে আসছে। পাশাপাশি, তথ্যের অধিকার আইনে সরকারের জবাব অনুযায়ী, এই প্রকল্পে হাসপাতালগুলি প্রাপ্য দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ২১ হাজার কোটি টাকা।
দেশবাসীর চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করা হয়েছে বলে শুক্রবার সংসদে জানিয়েছে কেন্দ্র। সরকারি হিসাব বলছে, এখনও পর্যন্ত প্রায় ৪১ কোটি আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। যার মধ্যে উত্তরপ্রদেশেই দেওয়া হয়েছে ৫ কোটি ৩৩ লক্ষ কার্ড। দেশের মোট ৩১ হাজার হাসপাতালে কাজ করে এই স্বাস্থ্য প্রকল্প।
তবে আইএমএ-এর মতে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা করা হলে তাদের কম টাকা মেলে, তা-ও আবার দেরিতে। এছাড়া, চিকিৎসা করার পর টাকা মেলার প্রক্রিয়াও বেশ জটিল। এর ফলে হাসপাতালগুলির আর্থিক সমস্যা তৈরি হচ্ছে বলেই সর্বভারতীয় চিকিৎসক সংগঠনটির অভিযোগ। আইএমএ-র সর্বভারতীয় সভাপতি দিলীপ ভানুশালী একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘‘চিকিৎসার খরচ, প্যাকেজ ঠিক করতে আইএমএ-র সঙ্গে কথা বলা উচিত। সময় মতো টাকা পাওয়া এবং টাকা মেলার প্রক্রিয়া যাতে সহজ হয়, সেটাও দেখতে হবে।’’
তথ্যের অধিকার কর্মী অজয় বাসুদেব বসুর প্রশ্নের জবাবে সরকার জানিয়েছে, ৫ শতাংশ ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে টাকা পাওয়া যায়। ৬৪ লক্ষ রোগীর জন্য ১ লক্ষ ২১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)