দেশের মাটিতেই প্রায় আট লক্ষ অত্যাধুনিক মডেলের কালাশনিকভ বা একে সিরিজ রাইফেল তৈরি করবে ভারত। রবিবার উত্তর প্রদেশের অমেঠির করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ওই রাইফেল তৈরি করার প্রকল্প উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
সূত্রের খবর, রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে সেখানকার কালাশনিকভ রাইফেল এ দেশে বানানোর পরিকল্পনা আগেই নিয়েছিল মোদী সরকার। ২০১৮ সালে এপ্রিল মাসে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের রাশিয়া সফরের সময় গোটা বিষয়টি বাস্তবায়িত হয় এবং চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে রুশ প্রযুক্তি ব্যবহার করে এ দেশের অস্ত্র কারখানাতেই কালাশনিকভ রাইফেলের সর্বাধুনিক মডেল বানানোর অনুমতি পায় ভারত।
গত এক বছরে একাধিক বার ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের শীর্ষ কর্তারা রাশিয়ায় রুশ কর্তাদের সঙ্গে কথা বলে গোটা প্রক্রিয়া চূড়ান্ত করেন এবং পাশাপাশি রুশ বিশেষজ্ঞরা এ দেশে সরকারি অস্ত্র কারখানা ঘুরে দেখে যৌথভাবে সিদ্ধান্ত নেন কোন কারখানায় ওই রাইফেল তৈরি করা যাবে।