শেষ মুহুর্তে কানাডায় আয়োজিত জি৭ বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তাঁর পার্শ্ববৈঠকও হতে পারে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রণধীরের কথায়, “পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একে অন্যের স্পর্শকাতরতাকে মর্যাদা দিয়ে সম্পর্ককে ফের ঠিক জায়গায় আনার চেষ্টা করা হবে। সম্পর্ক ও বাণিজ্যের আরও উন্নতির লক্ষ্যে কথা হবে বলে আশা করছি। এ ছাড়া সাম্প্রতিক সময় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)